সম্পত্তির দখল নিতে বসত ঘরে অগ্নি সংযোগ ও আম গাছ উপড়ে ফেলার অভিযোগ

0
150
728×90 Banner

সাপাহার(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর মৌজার শেষ প্রানতে অবস্থিত একখন্ড সম্পত্তি নিয়ে সৃষ্ট বিবাদের জের ধরে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে আমগাছ উপড়ে ফেলা ও ঘরে আগুন জ্বালিয়ে ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সাপাহার উপজেলা সদরের করলডাঙ্গা গ্রামের সাবেক ইউপি সদস্য তছলিম উদ্দীন জানান,জেলার পত্নীতলা উপজেলার দিবর মৌজার,আর এস খতিয়ান নং ৩৬,জেএলনং ৪৭, এর ৪৪৯ দাগে তার মাতা নইমা খাতুনের পৈত্রিক সুত্রে প্রাপ্ত ওই সম্পত্তি। যা নিজ নামে খতিয়ান ভুক্ত সম্পতি হিসেবে প্রাপ্ত হয়ে অদ্য পর্যন্ত হাল সনের খাজনা (ভুমি উন্নয়ন কর) পরিশোধ পুর্বক তিনি সহ অপর ভাই বোনগণ একত্রে মিলে সেখানে আমবাগান ও বসত ঘর নির্মান করে ভোগ দখল করে আসছিলেন। অপর দিকে প্রতিপক্ষ উপজেলার রামরামপুর খঞ্জনপুর গ্রামের বাসিন্দা মৃত: ফয়েজ উদ্দীনের ছেলে ফরহাদ হোসেন ওই সম্পত্তির মালিক নইমা খাতুনের নিকট থেকে ১৯৬৮ সালে ক্রয় করেছেন মর্মে একটি দলিল আছে বলে দাবি করেন এবং ওই দলিল মূলে তিনি ওই সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। এ নিয়ে নইমা খাতুনের ওযারিশগণ ও প্রতিপক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। বিষয়টি স্থানীয় ভাবে বেশ কয়েকবার আপোষ মিমাংসার উদ্যোগ নেয়া হলে সমাধান হয়নি। এমতাবস্থায় গত ২৩ মার্চ দুপুরে তছলিম উদ্দীনের লোকজনের অনুপস্থিতিতে প্রতিপক্ষ ফরহাদ হোসেনের লোকজন দলবদ্ধ হয়ে প্রকাশ্যওই সম্পত্তিতে প্রবেশ করে সম্পত্তির উপরে রোপনকৃত সমুদয় আম গাছ উপড়ে ফেলে ও ঘরের টিন চাল বাঁশ কাঠ সহ ঘরে আগুন দিয়ে বিপুল পরিমানের সম্পদের ক্ষতিসাধন করেছে বলে সম্পত্তির মালিক নইমা খাতুনের ওয়ারিশগণ অভিযোগ করেছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে প্রতিপক্ষের ফরহাদ হোসেন এর ছেলে আবু জাফর,আলমগীর হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যে ওই সম্পত্তি তারা দাতা নইমা খাতুনের নিকট থেকে ১৯৬৮ সনে ক্রয় করেছেন ও ভোগদখল করছেন। তাদের নিকট ওই সম্পত্তির উপযুক্ত দলিল পত্র রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here