সরকার গদি রক্ষা করতে পারবে না—গণতান্ত্রিক মুক্তিআন্দোলন

0
56
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি): আজ ১১ জুন ২০২২ শনিবার সকাল ১১ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তিআন্দোলন এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শ্রমিকদের নি্মতম মজুরী ২০০০০/- টাকা, গ্রাম-শহরে সার্বজনিন রেশনিং ব্যবস্থা চালু করার দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান জননেতা আশরাফ আলী হাওলাদার। সভাপতির বক্তব্যে বলেন হযরত মুহাম্মদ (সাঃ) শানে ভারতের বিজিপির নেতারা বেয়াদবী করায় বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তিআন্দোলনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি।
তিনি আরো বলেন, সরকার শ্রমিকদের সাথে যে আচরণ করছে তাতে সরকার গদি রক্ষা করতে পারবে না। আরো বলেন, আপনি শ্রমিকদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন এবং শ্রমিদের ভাগ্য পরিবর্তনের জন্য শ্রমিকেরা আন্দোলন চালাচ্ছে। বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তিআন্দোলনের পক্ষ থেকে সম্মতি জানিয়ে বলছি এদের আন্দোলন যৌক্তিক। আমি বলতে চাই, তারা আন্দোলন করে তাদের অধিকার ফিরিয়ে আনবে। নিত্য প্রয়োজনী জিনিষ পত্রের দাম বৃদ্ধি। তাদের ক্রয় ক্ষমতায় বাহিরে চলে গেছে। তারা যে বেতন পায়, তা দিয়ে সংসার চালাতে পারছে না। তাই তাদের নি¤œতম মজুরী ২০,০০০/- টাকা , গ্রাম-শহরে রেশনিং ব্যবস্থা চালু করো ও পুনঃরায় টিসিবির পণ্য চালু করো।
বক্তব্য রাখেন, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের ভারপ্রাপ্ত মহাসচিব তোজাম্মেল হক তাজেম, সহ সাংগঠনিক সম্পাদক অলিউল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক আন্দোলনের সভাপতি শাহজাহান সার্ভে আমিন, শ্রমিক আন্দোলনের সভাপতি আলমগীর হোসেন মন্ডল, যুব আন্দোলনের সভাপতি মিজানুর রহমান ফকির, ছাত্র আন্দোলনের সভাপতি সুবাস চন্দ্র দাস, যুব আন্দোলনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ঢালী ও যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, কৃষক শ্রমিক সমিতির সভাপতি মোঃ মাসুম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, জাস্টিস পার্টির সভাপতি আবুল কাশেম মজুমদার, ভাড়াটিয়া কল্যাণ সমিতির সভাপতি সিরাজ মাষ্টার, লেবার পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও অন্যান নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here