
ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): ঢাকা আইনজীবী সমিতির সদস্য এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ঢাকা কোর্ট রিপোর্টার অ্যাডভোকেট তুহিন হাওলাদারকে পুরাতন ঢাকার ওয়ারীতে শারীরিকভাবে লাঞ্ছিত করায় জাতীয় সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন অ্যাডভোকেট এম এ মজিদ ও মহাসচিব নাসির উদ্দিন বুলবুল এক যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। একই সাথে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
গত বৃহস্পতিবার ওয়ারী থানার এএসআই মাহবুবুর রহমান, এক পুলিশ কনস্টবল ও এক আনসার সদস্য টিকাটুলির কেএম দাস রোডে সাংবাদিক তুহিনকে বেধরক মারধর করে মারাত্মক রক্তাক্ত যখম করে। পরবর্তীতে সাংবাদিক তুহিনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।
দেশের সর্বাধিক প্রচারিত ও জননন্দিত বাংলাদেশ প্রতিদিন পত্রিকার একজন কোর্ট রিপোর্টার এবং বিজ্ঞ অ্যাডভোকেটকে যদি একজন এএসআই এভাবে প্রকাশ্যে বেধরক মারধর করে মারাত্মক রক্তান্ত জখম করে তাহলে দেশের সাধারণ জনগণের উপর পুলিশের আচরণ কি হতে পারে তা সহজেই অনুমেয়।
জাতীয় সাংবাদিক সোসাইটির বিবৃতিদাতাগণ আরো বলেন, বৈশ্বিক ভয়াবহ মরণঘাতী ছোঁয়াচে করোনাভাইরাস রোগ দেশের জনগণকে বাঁচানোর জন্য বাংলাদেশ পুলিশ দিনরাত পরিশ্রম করে জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছে। কিন্তু কতিপয় নীতিহীন, দুর্নীতিবাজ পুলিশ সদস্য এ ধরণের জঘন্য অপরাধ করে পুলিশ বাহিনীর সুনাম ও মর্যাদা নস্যাৎ করে চলছে। পুলিশ বাহিনীর সুনাম ক্ষুন্নকারী এ ধরণের পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে পুলিশ বাহিনীর উপর জনগণের সুদৃষ্টি ও আস্হা ফিরিয়ে আনার জন্য বিবৃতিদাতাগণ জোর দাবি জানান।
