সাপাহারে ঔষধের দোকানে জরিমানা করায় দোকান বন্ধ রেখে সংবাদ সম্মেলন

0
391
728×90 Banner

গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইনে সাপাহার উপজেলার বিভিন্ন ঔষধের দোকানে অভিযান চালিয়ে জরিমানা করায় বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি তাৎক্ষনিক উপজেলা সদরের সকল ঔষধের দোকান বন্ধ করে প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে জানাগেছে,সাপাহার উপজেলায় যখন তখন প্রশাসনের হয়রানিমূলক কার্যক্রম এবং লাইসেন্স বিহীন দোকানে অভিযান না করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেন বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি এ সময় কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট নেতারা লিখিত বক্তব্যে বলেন, আমাদের দেখভাল করার জন্য ড্রাগ সুপার আছেন আমরা তাদের নিয়মে যা যা নিয়ম আছেন সব নিয়মকানুন মেনে চলতেছি কিন্ত হঠাৎ করে যখন তখন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর আমাদের দোকানে এসে অভিযান চালিয়ে অহেতুক জরিমানা করতেছে,আমরা জনগণের সেবায় নিয়োজিত আছি কোন প্রকার অবৈর্ধ মালামাল বিক্রি করিনা। আমরা লাইসেন্স নিয়ে ব্যবসা করতেছি কিন্ত উপজেলায় প্রায় ১৪১টি ঔষধের দোকানে লাইসেন্স নেই তাদের কোন আইনানুগ ব্যবস্থা না করে আমাদের যুক্তিহীন ভাবে বার বার জরিমানা করে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ করতেছে ভোক্তা অধিকার।
বক্ত্যরা আরো বলেন আমরা জণগনের কথা চিন্তা করে জণগনের খুবই দরকারি ঔষধের জন্য হয়তো ১ টা দোকান খোলা রাখব। প্রশাসন যতক্ষন না আমাদের এই হয়রানি বন্ধ করার আশ্বাস দিবে ততক্ষণ দোকান বন্ধ থাকবে।এসময় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বাদল,সহ-সভাপতি অনিল চন্দ্র পাল,উপদেষ্টা আক্তার হোসেন,মোত্তাক আহম্মেদ, অর্জূণ কুমার সাহা প্রমূখ।
এ বিষয়ে উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর সাখাওয়াত হোসেন জানান, আমরা আজ বেলা ১১ ঘটিকার সময় উপজেলার পপুলার মেডিকেল স্টোর নামে ঔষধের দোকানে অভিযান চালিয়ে ডেট এক্সপেরি ঔষধ ভক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা এবং মাস্ক বেশি দামে বিক্রি করার অপরাধে খুশবো আতর হাউজ নামের দোকানে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here