সাপাহারে নানা কর্মসূচীর মাধ্যমে আন্তর্জাতিক আদিবাসি দিবস উদযাপন

0
162
728×90 Banner

গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ “ক্ষুদ্র-নৃগোষ্ঠি নয়, আদিবাসী হিসেবে স্বীকৃতি চাই” এই স্লোগাণ কে সামনে রেখে নওগাঁর সাপাহারে নানা কর্মসূচীর মাধ্যমে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা,সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় আদিবাসী পরিষদ সাপাহার উপজেলা শাখার উদ্যোগে উপজেলার গোডাউনপাড়া মাঠ থেকে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সদরের গুরুত্বপূর্ন সড়কগুলি প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত¡রে এসে শেষ হয় সেখানে তাদের সংস্কৃতির গান নাচের প্রতিযোগিতায় মেতে ওঠে আদিবাসী জনগোষ্ঠিরা। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্য মন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন,উপজেলা নির্বাহী অফিসার কল্যান চৌধুরী,অফিসার ইনচার্জ ওসি আব্দুল হাই নিউটন অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি ভুট্টু পাহান।এসময় উপজেলার সকল আদিবাসী জনগোষ্ঠি উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় আদিবাসী নেতারা সংবিধানে ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here