সাপাহারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ খেলা অনুষ্ঠিত

0
190
728×90 Banner

গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে শুক্রবার বেলা ১১টায় টূর্নামেন্টে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ক্রেষ্ট তুলে দেন বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি।
এ সময় অন্যান্নদেও মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন,অফিসার ইনচার্জ ওসি আব্দুল হাই নিউটন, প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী,খাদ্যমন্ত্রীর ছোট মেয়ে তৃণা মজুমদার প্রমুখ। এ সময় সেখানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, সূধীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী সহ অনেকেই উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধ গোল্ডকাপ বালক দলে সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় উত্তর কলমুডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়।এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা বালিকা দলে তিলনাকে ৩-০ গোলে হারিয়ে গোয়ালা প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here