সাপাহারে বিজিবির পক্ষ থেকে দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ

0
93
728×90 Banner

সালাউদ্দীন আহম্মেদ, পোরশা(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার করমুডাঙ্গা গ্রামে নওগাঁ বিজিবি ১৬ ব্যাটালিয়ান এর পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০টার সময় সাপাহার করমুডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে করমুডাঙ্গা বিওপির আয়োজনে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির রাজশাহী সেক্টর কান্ডার কর্ণেল তুহিন মোহাম্মাদ মাসুম, নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক (সিও) লেঃ কর্ণেল আরিফুল ইসলাম, করমুডাঙ্গা বিওপি বিজিবি ক্যাম্প কমান্ডার মোঃ আনিসুর রহমান, পাতাড়ি ইউপি চেয়ারম্যান মোঃ মুকুল আমিন প্রমুখ।
সংক্ষিপ্ত বক্তব্যে সেক্টর কান্ডার কর্ণেল তুহিন মোহাম্মাদ মাসুম বলেন, দেশের এই সংকটময় মুহুর্তে সবাইকে সচেতন থাকার পাশাপাশি একে অন্যকে সহযোগীতা করতে হবে। কারো ঘরে খাবার না থাকলে খোঁজ করে তার ঘরে খাবার পৌছে দিতে হবে। এছাড়াও তিনি ঘন ঘণ সাবান দিয়ে হাত ধোয়া এবং ঘর থেকে বের হলেই মাস্ক পরার জন্য অনুরোধ করেন।
এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে ১শ জন দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী চাল, ডাল, আটা, লবন, বিস্কুট ইত্যাদি বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here