সাপাহারে বিষধর সাপের কামড়ে গৃহবধুর মৃত

0
294
728×90 Banner

হাফিজুল হক,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ-নওগাঁর সাপাহারে বিষধর সাপের কামড়ে নুরজাহান আকতার (বগী) (৪০) নামের এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার কলমুডাঙ্গা বলদিয়াঘাট গ্রামে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে ওই গ্রামের দিনমজুর তরিকুল ইসলামের স্ত্রী ৪ সন্তানের জননী নুরজাহান সকালের খাওয়া দাওয়া শেষে তাদের বসবাস করা মাটির ঘর-বাড়ী টি লেপা পোচার কাজ করছিল। কাজ করাকালে গৃহবধু নুরজাহান ঘরের দেওয়ালের একটি খাল কাদা মাটি দিয়ে বন্ধ করার সময় খালে থাকা বিষধর একটি গোখরো সাপ তার ডান হাতের আঙ্গুলে ছোবল মারে। সঙ্গে সঙ্গে নুরজাহান তিব্র বিষের যন্ত্রনায় চিৎকার করতে থাকলে লোকজন ছুটে এসে খালটি খুড়ে সাপটিকে বের করে মেরে ফেলে এবং নুরজাহানকে স্থানীয় ওঝাঁ কবিরাজের নিকট নিয়ে গিয়ে ঝাড় ফোঁক করতে থাকে। দীর্ঘ সময় ধরে রোগীকে না ছেড়ে ঝাড় ফোক করার এক পর্যায়ে নুরজাহান জ্ঞান হারিয়ে ফেললে দুপুর ১টা ২০মিনিটে তার পরিবারের লোকজন মেরে ফেলা সাপটিসহ তাকে নিয়ে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক নুরজাহানকে দেখে মৃত ঘোষনা করেন। স্থানীয় ওঝার অজ্ঞতার করণে গৃহবধুর নুরজাহানের মৃত্যু ঘটল বলে সচেতন জনগন মনে করছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here