
হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ৭০ বোতল বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আব্দুল আলিম (৩৭)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার করমুডাঙ্গা গ্রামের আলতাব আলীর পুত্র বলে জানা গেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় থানার উপ-পরিদর্শক (এসআই) রইচ উদ্দিন হাজারী ও এ এস আই আজমল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার করমুডাঙ্গা গ্রামের আলতাব আলীর পুত্র আব্দুল আলিমের বাড়িতে অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আব্দুল আলিম নামক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আজ বুধবার নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।
