সিনেমার গানে একটা চ্যালেঞ্জ থাকে: আঁখি

0
212
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর বর্তমানে গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। অডিও, প্লেব্যাক ও স্টেজ শো- এই তিন ক্ষেত্রেই ব্যস্ততা চলছে তার। তবে তিনি সবচেয়ে বেশি ব্যস্ত রয়েছেন দেশ-বিদেশের স্টেজ শো নিয়ে। ক’দিন আগেই জার্মানিতে শো করে এসেছেন। দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন বিভিন্ন স্থানের স্টেজ শো নিয়ে। পাশাপাশি চলছে রেকর্ডিংও। সব মিলিয়ে কেমন আছেন? দিনকাল কেমন কাটছে? আঁখি বলেন, বেশ ভালো আছি। ব্যস্ততার মধ্যে দিয়েই সময় কাটছে।
জার্মানি সফর কেমন হলো? উত্তরে আঁখি বলেন, খুব ভালো একটি সফর হয়েছে। জার্মানি প্রবাসীরা এটি আয়োজন করেছিল। আমি ও স্বপ্নীল সজীব শো করেছি। দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছি। একটি স্মরণীয় সফর হয়েই থাকবে এটি। গান গাওয়া ছাড়া বিভিন্ন স্থানে ঘুরেও বেড়িয়েছি। শপিং করেছি। সব মিলিয়ে খুব উপভোগ করেছি। এখন ব্যস্ততা কি নিয়ে? আঁখি বলেন, ব্যস্ততা তো গান নিয়েই। শো এর ব্যস্ততা চলছে। আর টিভি অনুষ্ঠানের শুটিংও করছি। সামনেই ঈদ শুটিংয়ের ব্যস্ততা বাড়বে। আর রোজার মধ্যে শো এর ব্যস্ততা কমবে। এখন সময়টা রেকর্ডিং আর শুটিংয়েই দেবো। আপনার সর্বশেষ গান ‘ল্যায়লা’ থেকে সাড়া কেমন পেয়েছেন? আঁখি বলেন, ধ্রæব মিউজিক স্টেশন থেকে গানটি প্রকাশের পর থেকেই ভালো সাড়া পেয়ে আসছি। এখানে বেশ অন্যরকমভাবে উপস্থাপন করা হয়েছে আমাকে। আমি নিজেও গানটিতে পারফর্ম করা উপভোগ করেছি। এখন স্টেজেও এ গানটির অনুরোধ আসছে। সময়ের সঙ্গে সঙ্গে গানটি আরো ভালো পর্যায়ে যাবে বলেই মনে হচ্ছে। প্লেব্যাকের কি খবর? আঁখি বলেন, সিনেমার গানে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি সব সময়। এরইমধ্যে নতুন কয়েকটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছি। এ গানগুলোও নতুন বছরে প্রকাশ হবে। সিনেমার গানে একটা চ্যালেঞ্জ থাকে। এই চ্যালেঞ্জ নিতে পছন্দ করি আমি। সামনেও শ্রোতা-দর্শক আমার গাওয়া বেশ কিছু সিনেমার গান শুনতে পারবেন। অডিও ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে? আঁখি উত্তরে বলেন, এখন তো ভালোই দেখছি। অনেক প্রযোজনা প্রতিষ্ঠান গান প্রকাশে এগিয়ে আসছে। পুরনো কিছু কোম্পানিও নতুন করে কাজ শুরু করেছে। তবে শিল্পী ও সংগীতসংশ্লিষ্টদের আরো বেশি পৃষ্ঠপোষকতা দরকার। তাহলে ভালো ভালো গান তৈরি হবে। শিল্পীরা উৎসাহ পাবে। এখন ডিজিটালি গান প্রকাশ হচ্ছে। ইউটিউবও উন্মুক্ত। যে কেউ চাইলেই তার মেধার ছাপ রাখতে পারছেন। তবে সেটা আরো সুন্দরভাবে হয় যদি পৃষ্ঠপোষকতা থাকে। তরুণ প্রজন্ম কেমন করছে? আঁখি বলেন, তরুণ প্রজন্ম খুব ভালো করছে। আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে তরুণদের সঙ্গে কাজ করতে। এখন অনেক মেধাবী শিল্পী, সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক রয়েছেন। তারা যদি সঠিক পথে থাকে তবে অনেক দূর পর্যন্ত যাবে বলে মনে হয়। তবে তরুণদের আরো বেশি করে মৌলিক গানে মনোযোগ দিতে হবে। নিজস্ব গান প্রকাশ করতে হবে বেশি। অন্যের গানের ওপর নির্ভর করে থাকা যাবে না। তাহলেই দীর্ঘদিন টিকে থাকা যাবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here