সিরাজগঞ্জে ঢাকা পোস্টের ১ম বর্ষপূর্তি উদযাপিত

0
72
728×90 Banner

আবির হোসাইন শাহিন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ঢাকা পোস্টের ১ম বর্ষপুর্তি উদযাপিত হয়েছে।‘সত্যের সাথে সন্ধি’ স্লোগান নিয়ে সিরাজগঞ্জে অনলাইন নিউজপোর্টাল ঢাকাপোস্ট.কম এর প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিরাজগঞ্জের কলম সৈনিক মিডিয়া সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় সমাজে অসহায় ও দুস্থদের জন্য কাজ করে যাওয়ায় ঢাকা পোস্ট এর পক্ষ থেকে সমাজকর্মী মামুন বিশ্বাস এবং করোনাকালীন সময়ে বিশেষ ভূমিকা রাখায় স্বেচ্ছাসেবী সংগঠন সুখ পাখি সিরাজঞ্জকে ক্রেস্ট এর মাধ্যমে সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানের উদ্ভোধন ঘোষনা করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাাডভোকেট কেএম হোসেন আলী হাসান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাত্র একবছরে এই শীর্ষ স্থান অর্জন করে নেওয়াটা অবশ্যই সহজ ছিলনা। কিন্তু এখানেই থেমে থাকলে হবেনা। দেশকে এগিয়ে নিতে সংবাদ মাধ্যমের ভূমিকা অনেকবেশি উল্লেখ করে তারা বলেন, ঢাকা পোস্ট সেই ভূমিকা সঠিক ভাবে পালন করছে এবং আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রেখে সামনে আরও অনেকদূর এগিয়ে যাবে। এসময় তারা দেশের পাশাপাশি সারা বিশ্বে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা পাওয়ায় ঢাকা পোস্টকে অভিনন্দন জানান। এছাড়াও সমাজে বিশেষ অবদান রাখায় দুজনকে সম্মাননা দেওয়ায় এই বিশেষ আয়োজনকে সাধুবাধ জানান।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হেলাল আহমেদের সভাপতিত্বে ও আরটিভির জেলা প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজুর সঞ্চালনায় এবং ঢাকা পোস্ট এর জেলা প্রতিনিধি শুভ কুমার ঘোষ এর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার মো. রেজাউল করিম। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূর আলম সিদ্দিকী, আনসার ভিডিপির সিরাজগঞ্জ জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা, সিরাজঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ফেরদৈস হাসান, এনটিভির জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্না, সলঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, সিরাজগঞ্জ সদর বিএম কলেজের অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মাসুদ মুক্তা ও সিরাজগঞ্জ সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাথী রাণী ঘোষ।
এ সময় অন্যান্যের মধ্যে সিটিজেন টাইমস এর জেলা প্রতিনিধি টি,এম,এ হাসান, এসএ টিভির জেলা প্রতিনিধি রহমত আলী, আরটিভির জেলা প্রতিনিধি (উত্তর) সাজিরুল সঞ্চয়, স্থানীয় যুগের কথার নিজস্ব প্রতিবেদক এ.এইচ মুন্না, ভোরের দর্পণের জেলা প্রতিনিধি এসএম আল-আমিন, কলম সৈনিকের সিনিয়র প্রতিবেদক মহির উদ্দিন, সোনালী বার্তার জেলা প্রতিনিধি বাবুল আক্তার, দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি আজিজুর রহমান মুন্না, বাংলা ট্রিবিউন ও সারাবাংলার জেলা প্রতিনিধি রানা আহমেদ, রাইজিং বিডির জেলা প্রতিনিধি অদিত্য রাসেল, আমাদের বাংলার জেলা প্রতিনিধি এনামুল হক, আমাদের কণ্ঠের জেলা প্রতিনিধি রেজাউল করিম খান, বাংলাদেশ পোস্টের জেলা প্রতিনিধি এসএম আব্দুল মান্নান, আমাদের নতুন সময়ের নিজস্ব প্রতিবেদক সোহাগ হাসান জয়, জাগো বাংলা টিভির জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়, বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি মাকসুদা খাতুন, সাংবাদিক আশরাফুল ইসলাম, সাম্মী আজমীর, হোসেন আলী ছোট্ট, শাহিন রেজা, সাব্বির, শিউলি খাতুন, সহ জেলায় কর্মরত অন্যান্য সাংবাদিকরা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here