সিরাজগঞ্জে দিনমজুর মানুষের মাঝে চাউল বিতরন করলেন -এমপি হাবিবে মিল্লাত মুন্না

0
205
728×90 Banner

আবির হোসাইন শাহিন : করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণরোধে সরকারি নির্দেশনা অনুসারে ঘরে বসে থাকা নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বাস্থ্যসুরক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা বাস , ট্রাক ও রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি/সাধারণ সম্পাদক দের হাতে ৫ কেজি করে ১ হাজার চাউলের প্যাকেট প্রদান করেন। পরে জাতীয় জুট মিলে গিয়ে তিনিমিলের শ্রমিকদের মাঝে চাউল বিতরণ করেন।
এ সময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ কে,এম, হোসেন আলী হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের
সভাপতি নূরুল ইসলাম সজল,জেলাছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বলেন, করোনা নিয়ে আতঙ্কিত না হওয়ার না হয়ে সচেতন হোন, অন্যকে সচেতন করুন।
এসময় তিনি আরো বলেন আমার ব্যক্তিগত তহবিল থেকে ও সরকারিভাবে খাদ্যসামগ্রী বিতরণ করছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here