সিরাজগঞ্জ উল্লাপাড়ায় করোনা ভাইরাস ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ

0
137
728×90 Banner

আবির হোসাইন শাহিন :বিভিন্ন দেশের গন্ডি পেরিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা পৌঁছাল ৫ জনে দেশে এখন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯ জন। দেশে এর সংক্রমণের সংবাদ ছড়িয়ে পড়ার পরই মানুষের মাঝে এ নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান আল-আমীন সরকার।
আল-আমীন সরকার বলেন, করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এ রোগে মৃত্যুঝুঁকি ইবোলার চাইতে অনেক কম, শতকরা তিন শতাংশেরও কম। তবে এ ভাইরাস প্রতিরোধে হাত ধোয়াসহ প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থাগুলো সম্পর্কে জানাতে হবে। যেমন:
* আপনার এলাকায় প্রবাসী ও বিদেশী মানুষ দেখা গেলে তাকে কম পক্ষে ১৪ দিন নিজ গৃহে অবস্থান করার পরামর্শ দিন। সেই সঙ্গে বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করুন।
* বিশেষ প্রয়োজন না হলে যত্রতত্র ঘোরা ফেরা না করে জনবহুল এলাকা পরিহার করুন এবং নিজ গৃহে অবস্থান করুন।
* সভা, সমাবেশ, বিয়ে ও যেকোন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে লোক সমাগম করা থেকে বিরত থাকুন।
* দেশে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পর্যাপ্ত মজুদ আছে। অতএব সকলকে অযথা প্রয়োজনের অতিরিক্ত খাদ্য সামগ্রী ক্রয় না করার জন্য অনুরোধ করা হলো।
* করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে এ বিষয়ে করণীয় সম্পর্কিত লিফলেটের নির্দেশনা মেনে চলার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
* জরুরী প্রয়োজনে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে ফোন করুন ১৬২৬৩ অর্থাৎ 16263 অথবা ৩৩৩ অর্থাৎ 333 এই নম্বরে।
তিনি আরও বলেন, এ বিষয়ে আতঙ্কিত না হয়ে আমাদের সবার সচেতন হওয়া উচিত। নিজে এবং আশপাশের সবাইকে এ বিষয়ে সচেতন করতে হবে। নিজেকে নিরাপদে থাকতে হবে। করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সকলকে সতর্ক থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং জনসমাগম থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। তিনি বিদেশে যাওয়া আসার সময় মাক্স ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here