সিরাজগঞ্জে নতুন করে ৪ জন প্রবাসীকে হোমকোয়ারেন্টিনে ও ১৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে

0
172
728×90 Banner

আবির হোসাইন শাহিন : সিরাজগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আর কোয়ারেন্টিন শেষ হওয়ায় ১৪ জনকে দেওয়া হয়েছে ছাড়পত্র।
রোববার (৫ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ জাহিদুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, জেলায় নতুন চার জনসহ এ পর্যন্ত জেলায় মোট ৫৯৩ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় পর্যবেক্ষণে রাখা হয়। এদের মধ্যে ১৪ দিন কোয়ারেন্টিনের মেয়াদ শেষে করোনা ভাইরাসের কোনো উপসর্গ না থাকায় ছাড়পত্র দেওয়া পেয়েন ৫১৬ জন। বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন ৭৭ জন।
গত সপ্তাহে করোনা আক্রান্ত সন্দেহে কয়েকজনের নমুনা সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছিল। রোবরার সন্ধ্যায় তাদের নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার কথা রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here