
জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : ঐতিহ্যবাহি সিরাজগঞ্জ পৌরসভার দেড়’শ বছর পুর্তি পালনে নানা রঙ্গে সজ্জিত শহরের প্রতিটি রাস্তাঘাট। সারা শহর অত্যাধুনিক আলোকসজ্জায় ঝলমল করছে। রাস্তার আইল্রান্ডে রঙ্গের তুলিতে রাঙ্গিয়ে তুলছে গোটা শহর। সাফল্য ঐতিহ্য গৌরবের দেড়’শ বছর পুর্তি পালনে ২দিন ব্যাপি নানা কর্মসূচী হাতে নিয়েছে পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা। ৩১ মার্চ ও পহেলা এপ্রিল এই দুদিন ব্যাপি নানা কর্মসূচীর মধ্যে প্রথম দিনে বর্নাঢ্য র্যালি, স্বেচ্ছায় রক্তদান, সন্মাননা প্রদান, মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান উপলক্ষে আলোচনা সভা ও মনোঞ্জ সাংস্কৃতিক এবং অত্যাধনিক আতশবাজি। দুদিনের অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিরাজগঞ্জ কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আইন ও বিচার বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আবু সালেহ শেখ এবং জহিরুল হক, পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব কবির বিন আনোয়ার। উল্লেখ্য বৃটিশ শাসনামলে ১৮৬৯ সালে ১ এপ্রিল ভারতের অধ্যাষিত পুর্ব বাংলার অন্যান্য গুরুত্বপুর্ন শহরের ন্যায় সিরাজগঞ্জ পৌনসভা ঘোষনা করা হয়। সিরাজগঞ্জ মিউনিসিপ্যালিটি নাম ধারন করে এর যাত্রা শুরু হয়। প্রথমে টাউন কমিটি নাম দিয়ে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছিল। সেসময় তার সভাপতি হতেন মহকুমা হাকিম। কমিটির কাজে সহযোগীতা করতেন জনগণের মধ্য থেকে মনোনীত কতিপয় মেম্বার। ট্রেসটো নামক এক বৃটিশ নাগরিক পৌরসভার প্রথম চেয়ারম্যান ছিলেন ১৮৬৯ খ্রিষ্টাব্দের ১৩ মার্চ তিনি দায়িত্বভার গ্রহন করেছিলেন। সে হিসাবে এ পর্যন্ত ৫৪ জন চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মেয়র হিসাবে সৈয়দ আব্দুর রউফ মুক্তা দায়িত্ব পালন করছেন। মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গায়িকা সাবিনা ইয়াসমিন ও আতিক হাসান। সিরাজগঞ্জ পৌরসভার এই প্রথম দেড়’শ বছর পুর্তি পালনে সারা পৌর এলাকায় মনঝলসানো সাজে সজ্জিত হওয়ায় শহরবাসির মাঝে আনন্দের জোয়ার বইছে।
