সোনার বাংলা গড়তে পাশে থাকবে চীন : লি জিমিং

0
100
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, সোনার বাংলা গড়তে কৌশলগত অংশীদার হিসেবে চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে। বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিটি প্রচেষ্টাতেও পাশে থাকবে তার দেশ। গতকাল বুধবার বিজয় দিবস উপলক্ষে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি একথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, বাঙালি জাতির এই গৌরবময় দিনে, আমি সরকার এবং চীনের জনগণের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন কেবল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্যারিশম্যাটিক নেতৃত্বেই সম্ভব হয়েছিল।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোলমডেল হয়ে বাংলাদেশ এখন একটি আশ্চর্যজনক দেশ হয়ে দাঁড়িয়েছে। তিনি তার পিতার মতো একের পর এক জাতীয় অর্জনের মাধ্যমে বিশ্বকে অবাক করে দিয়েছেন, যা অনেকেই অসম্ভব বলে মনে করেছেন।
রাষ্ট্রদূত তার বক্তব্য শেষ করেনÑ ‘জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! চীন-বাংলাদেশের বন্ধুত্ব চিরকাল বেঁচে থাকুক’ বলে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here