সোনালী ব্যাংকের ঋণ কেলেঙ্কারি: জিএম-ডিজিএমসহ ১২ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

0
212
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রায় ৩৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ও উপ-মহাব্যবস্থাপকসহ (ডিজিএম) ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গাজীপুরের কালিয়াকৈর থানায় করা দুর্নীতির মামলাটির অভিযোগপত্র সোমবার কমিশন থেকে অনুমোদন দেওয়া হয় বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন। আসামিরা হলেন- মেসার্স ফেয়ার কেমিকেলস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফখরুল ইসলাম, তার স্ত্রী ও প্রতিষ্ঠানের পরিচালক ফাতেমা ইসলাম, ঢাকার লালবাগের বাসিন্দা মো. বাকের হোসেন, তার স্ত্রী জরিনা আক্তার, তাদের ছেলে মো. জমির হোসেন ও ভাগ্নে মো. ওমর ফারুক। এই ঋণ গ্রহীতাদের নিয়ে অর্থ আত্মসাতে জড়িত থাকার অভিযোগে সোনালী ব্যাংকের মতিঝিল লোকাল অফিসের সাবেক জিএম ও শাখা ব্যবস্থাপক মো. শওকত আলী, সাবেক ডিজিএম আবদুল কাদির খান, সাবেক গোডাউন কিপার কাম ক্লার্ক আবদুল মতিন, সাপোর্টিং সাব স্টাফ মো. সরওয়ার্দী, কালিয়াকৈর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. সানোয়ার হোসেন ও কালিয়াকৈরের বাসিন্দা মো. আবদুল ওহাবকে আসামি করা হয়। কালিয়াকৈরের ৮৩ শতাংশ জমি পাঁচটি বন্ধকী দলিলের মাধ্যমে ফেয়ার কেমিকেলের নামে সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে ২০১৭ সালের ১৩ ফেব্রæয়ারি কালিয়াকৈর থানায় মামলাটি হয়। মামলাটি দুদকের সহকারী পরিচালক মো. মুজিবুর রহমান ও মো. ইকবাল হোসেন যৌথভাবে তদন্ত করেন। মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটি ২২ কোটি ৩০ লাখ ৫৪ হাজার টাকা ঋণ নিয়েছিল, যা ২০০৪ সালে সুদাসলে ৩৭ কোটি ২২ লাখ তিন হাজার ৯৬৮ টাকায় দাঁড়ায়। এ ছাড়া বন্ধকী জমি বিক্রি করে আরও দেড় কোটি টাকাসহ মোট ৩৮ কোটি ৭২ লাখ তিন হাজার ৯৬৮ টাকা আসামিরা আত্মসাৎ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here