স্কাউট আন্দোলন শিশু কিশোরদের চারিত্রিক গুনাবলী বিকাশে খুবই গুরতপুর্ন –রাষ্ট্রপতি আব্দুল হামিদ

0
307
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও চীফ স্কাউট জনাব মোঃ আবদুল হামিদ বলেছেন স্কাউট আন্দোলন শিশু কিশোরদের চারিত্রিক গুনাবলী বিকাশে খুবই গুরতপুর্ন। লেখাপড়ার পাশাপাশি সামজিক বিভিন্ন কর্মকান্ডে নিজেদেরকে সম্পৃক্ত করার মানুষিকতা তৈরিতে স্কাউটিংয়ের ভুমিকা অনন্য। স্কাউটনা নিয়মিত সমাজ সেবামুলক কাজের পাশাপাশি দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকবিলা ও আর্তমানবতার সেবায় গুরুত্ব পুর্ন ভুমিকা রেখে চলেছে। বাংলাদেশকে আরো সুন্দর করে গড়ে তুলতে স্কাউটরা রাখতে পারে অগ্রনী ভুমিকা । বিশেষ করে শিশুকিশোর ও যুবদের মাদক,ধর্মান্ধতা সাম্প্রদায়িকতা,সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষ্পাপ থেকে নিরাপদ এবং দুরে রাখতে স্কাউটিং ইতিবাচক অবদান রাখতে পারে। স্কাউটিং পারে ভভিষ্যৎ প্রজন্মকে আধুনিক .প্রগতিশীল,সৃজনশীল করে গড়ে তুলতে। রোববার বিকেলে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় ১০ম বাংলাদেশ ও ৩য় সানসো স্কাউট জাম্বুরী উদ্বোধণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ।
এছাড়া তিনি বলেন রাংলাদেশকে ২০২১সালের মধ্যে মধ্য আয়ের ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিনত করার লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে। সরকারের যুগোপযোগী পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়নের ফলে বাংলাদেশ ইতোমধ্যে নিন্ম মধ্য আয়ের দেশে পরিনত হয়েছে। পেয়েছে সল্পোন্নত দেশ থেকে উন্নয়শীল দেশে উন্নিত হওয়ার স্বীকৃতি। উন্নয়নের এঅগ্রযাত্রা অব্যাহত রাখতে নতুন প্রজন্মকে দক্ষ ও মানবিক মুল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বাংলাদেশের চলমান অগ্রযাত্রায় নেতৃত্ব দানের জন্য আগামী প্রজন্মকে স্কাউটিং এর মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিনত করতে তিনি স্কাউটিং নেতৃবৃন্ধের প্রতি আহবান জানান।
স্কাউটরা সৃষ্টি কর্তা ও দেশের প্রতি কর্তব্য পালন করতে এবং সর্বদা অপরকে পালন করতে সাহাজ্য করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে স্কাউট আন্দোলনে যোগদান করে সামাজিক উন্নয়নমুলক কর্মকান্ড,বৃক্ষরোপন পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষন ,জলবায়ু উষœতা রোধে জনসচেতনতা তৈরি,বন্যা,ঘুর্ণিঝর,ধ্বংস ও অগ্নিকান্ডের ঘটনায় উদ্ধার কাজসহ জাতীয় দুর্যোগে স্কাউটরা সবার আগে এগিয়ে আসে। স্কাউটদের এসেবাধর্মী কার্যক্রম ভবিষ্যতে আরো বিস্তৃতি লাভ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। স্কাউটদের অবস্থান হবে মাদকের বিরুদ্ধে,সন্ত্রাষ জঙ্গীবাদের বিরুদ্ধে।অন্তরে মুক্তিযুদ্ধের চেতনা ,দেশ প্রেম,দেশের মানুষের প্রতি কর্তব্য ও মতত্ববোধ সব সময় জাগ্রত রাখার আহবান জানান তিনি।
তিনি স্কাউটদের নিজেদের ভাল কাজ করার এবং অন্যদের ভাল কাজে অংশ গ্রহনের আহবান জানানোর নিদের্শ প্রদান করেন। এছঅড়াও স্কাউটদের উদ্দেশ্যে করে বলেন বাংলাদেশ দারীদ্রমুক্ত ক্ষধা মুক্ত উন্নত সমৃদ্ধ বংলাদেশ বিনির্মান করার জন্য উপদেশ প্রদান করেন।
জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র উপজেলার মৌচাকে ১০ম বাংলাদেশ ও ৩য় সানসো স্কাউট জাম্বুরী ময়দানে বাংলাদেশ, ভারত, নেপাল, ভ‚টান, মালদ্বীপ, শ্রীলংকা, আফগানিস্থান, ব্রæনাই দারুস সালাম, আমেরিকা, ইংল্যান্ড, ফিলিপাইন এর স্কাউট ও কর্মকর্তা অংশ গ্রহন করেছেন।
এবারের বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনা ও পরিচালনায় ৮মার্চ জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মৌচাক ১০ম বাংলাদেশ ও ৩য় সানসো স্কাউট জাম্বুরী শুরু হয়েছে। এবারের জাম্বুরীর মুল থীম হচ্ছে ‘যোগ্য নেতৃত্ব উন্নত দেশ’।

এর আগে মহামান্য রাষ্ট্রপতিকে জাম্বুরীর কার্ফ ব্যাজ,ওয়াগেল,ও টুপি পড়িয়ে দেওয়া হয়। এছাড়া বিদেশী স্কাউটসদের আ্যওয়ার্ড প্রদান, চীফ স্কাউট কর্তৃক স্বারক ডাকটিটিক অবমুক্তকরানসহ চীফ স্কাউটকে জাম্বুরী স্বরক প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাম্বুরীর সাংগঠনিক কমিটির সভাপতি মোঃ আকতারুজ জামান খান কবির, এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট জাম্বুরী চীফ ও প্রধান জাতীয় কমিশন ডঃ মোজাম্মেল হক খান,সভাপতি বাংলাদেশ স্কাউটস মোঃ আবুলকালাম আজাদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here