স্বতন্ত্র ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা যেসব কাজ করতে পারেন…….মোশাররফ হোসেন মুসা

0
39
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গণতন্ত্র এসেছে যুক্তিবাদের হাত ধরে। গণতন্ত্র টিকে আছে গণতান্ত্রিক মনোভাবের কারণে। গণতান্ত্রিক মনোভাবের বহি:প্রকাশ ঘটে বিভিন্নমুখী সাংস্কৃতিক কর্মকাÐে। বর্তমানে বিভিন্ন কারণে সেই গণতান্ত্রিক সংস্কৃতির ক্ষেত্র ক্রমশ: সংকুচিত হয়ে যাচ্ছে। সেজন্য জাতীয় ও স্থানীয়তে একই সাথে গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ শুরু করা জরুরি। বর্তমান দ্বাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র থেকে ৬২ জন, জাতীয় পার্টি থেকে ১১ জন, ওয়াকার্স পার্টি থেকে ১ জন, জাসদ থেকে ১ জন, কল্যাণ পার্টি থেকে ১ জন নির্বাচিত হয়েছেন; অর্থাৎ ৭৬ জন সংসদ সদস্যের মাথার উপর ৭০ অনুচ্ছেদের খড়গ হস্ত নেই, তাঁরা স্বাধীনভাবে কথা বলার অধিকার রাখেন। বর্তমান অবস্থায় তাঁরা ইচ্ছে করলে গণতন্ত্রের স্বার্থে ইতিহাস সৃষ্টি করতে পারেন। স্বাধীনতার পর এককেন্দ্রিক সরকার ব্যবস্থা চালু হয়- যা বর্তমানে অত্যন্ত কেন্দ্রীভুত সরকারে পরিণত হয়েছে। এই অবস্থা থেকে মুক্তির জন্য তত্ত¡ তালাশের প্রয়োজন নেই, তত্ত¡ আবিষ্কৃত হয়েই আছে। সকলের জানা রয়েছে- সংবিধানে ‘স্থানীয় শাসন’ কথাটি লিপিবদ্ধ আছে। কিন্তু সরকারের বিভিন্ন বিধি-বিধানে, বিভিন্ন রাজনৈতিক দলের বক্তৃতায় ও বুদ্ধিজীবীদের সভা-সেমিনারে ‘স্থানীয় সরকার’ শব্দটি ব্যবহৃত হচ্ছে। আশা করা যায়- ‘স্থানীয় সরকার’ কথাটি সকল মহল মেনে নিয়েছে। এখন প্রয়োজন সকল স্থানীয় ইউনিটের সঙ্গে ‘সরকার’ শব্দটি যুক্ত করে দেওয়া। যেমন- ইউনিয়ন সরকার, নগর সরকার, জেলা সরকার ইত্যাদি। এভাবে স্থানীয় ইউনিটগুলোতে ক্ষুদ্র ক্ষুদ্র প্রজাতান্ত্রিক রূপ দেওয়া সম্ভব হলে কেন্দ্রীভুত সরকার ব্যবস্থার কুফল অনেকাংশে হ্রাস পাবে। সেসঙ্গে শাসন ও উন্নয়ন কর্মকাÐে জনগণের অংশগ্রহণ, নারীর ক্ষমতায়ন তথা সর্বক্ষেত্রে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত হবে। তাছাড়া গ্রহণযোগ্য দলীয়-নির্দলীয় ব্যক্তিদের নিয়ে ‘জাতীয় নির্বাচন কমিশন’ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ‘স্থানীয় নির্বাচন কমিশন’ গঠন করা যেতে পারে। জাতীয় নির্বাচন কমিশন ‘জাতীয় নির্বাচন’ এবং স্থানীয় নির্বাচন কমিশন ‘স্থানীয় নির্বাচন’ সম্পন্ন করবে। প্রতিটি জেলা থেকে ২ জন প্রতিনিধি নিয়ে জাতীয় সংসদের উচ্চ কক্ষ সৃষ্টি করা যেতে পারে। তাছাড়া গণতান্ত্রিক আইন পরিষদ, গণতান্ত্রিক বিচার ব্যবস্থা, গণতান্ত্রিক শিক্ষা প্রতিষ্ঠান, গণতান্ত্রিক ধর্মীয় প্রতিষ্ঠান, গণতান্ত্রিক যোগাযোগ ব্যবস্থা, গণতান্ত্রিক বিদ্যুৎ ব্যবস্থা, গণতান্ত্রিক চিকিৎসা ব্যবস্থা- এই ভাবে ২৮টি ক্ষেত্রে গণতন্ত্র বাস্তবায়নের কথাও তাঁরা বলতে পারেন।

লেখক: গণতন্ত্রায়ন ও গণতান্ত্রিক স্থানীয় সরকার বিষয়ক গবেষক।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here