স্বাধীনতার ৫০ বছর পরও ভাষার জন্য আন্দোলন করতে হয়….মহাসচিব, বিএফইউজে

0
60
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বাংলাদেশ সিভিল রাইট্স সোসাইটির আয়োজনে ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘বাংলা ভাষার অবস্থান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের মহাসচিব নুরুল আমিন রোকন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান জাকির হোসেন।
প্রধান অতিথি নুরুল আমিন রোকন বলেন, আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতেছি, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে মাতৃভাষার দূষণ এখনও রোধ করা সম্ভব হয়নি। এখনও বাংলা-ইংলিশ মিশ্রিত ভাষা ব্যবহার করা যা হচ্ছে। ইংলিশ ভার্ষণের নামে বাংলা ভাষাকে প্রাধান্য না দিয়ে ইংরেজিকে প্রাধান্য দেয়া হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে আমাদের ছেলে- মেয়েরা লেখা-পড়া করতে গেলে তার দেশীয় ভাষা কোর্স করতে হয়। কিন্তু আমাদের দেশে বিশ্বের বিভিন্ন দেশের ছেলে-মেয়েরা লেখা-পড়া করছে, মেডিকেলে পড়ছে তাদের কোন বাংলা ভাষা কোর্স করতে হয় না। কারণ আমাদের দেশের বাংলা ভাষার প্রচলন আদালত নির্দেশ দিলেও সরকার বাস্তবায়ন করছে না। এখনও বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সাইন বোর্ডে ইংরেজি ব্যবহার অগ্রাধিকার দিচ্ছে, কারণ আমাদের দেশের রাজনৈতিক নেতৃবর্গ বিদেশ গিয়ে ইংরেজিতে বক্তব্য দিয়ে নিজেকে অনেক স্বাচ্ছন্দবোধ মনে করেন। কিন্তু রাশিয়া, জাপান, জার্মান, ইতালি, চীন তারা আন্তর্জাতিক কোন অধিবেশনে নিজের ভাষায় বক্তব্য দিয়ে থাকেন। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের চিন্তা-চেতনায় পরিবর্তন আনলে দেশের শহীদদের রক্তের বিনিময় অর্জিত আমাদের ভাষা আন্দোলন, আন্তর্জাতিক মাতৃভাষা বাস্তবিক রূপ পাবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দৈনিক উষার বাণীর সম্পাদক রফিক তালুকদার, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, জাতীয় স্মরণ মঞ্চের সভাপতি, সংগঠনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আ হ ম মনিরুজ্জামান দেওয়ান মানিক, বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব আহমেদ মতিউর রহমান, সংগঠনের নির্বাহী পরিচালক এস এম তাজুল ইসলাম, ডিইউজের সদস্য কাজী কবির হোসেন টিটু, সংগঠনের পরিচালক ইঞ্জিনিয়ার শহিদুল আলম, ডিইউজের নির্বাহী সদস্য রফিক লিটন, সংগঠনের সহকারী পরিচালক সাইফুল ইসলাম রাসেল, একেএম ওয়াজেদ আলী, সংগঠনের পরিচালক রেজাউল করিম ও সংগঠনের সহকারী পরিচালক মেহরাব হোসেন অভি, এইচ এম জামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার কামাল হোসেন, টিপু সুলতান প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here