স্বাধীনতা দিবসের কর্মসূচি বাতিল করা হয়েছে: ওবায়দুল কাদের

0
128
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : করোনাভাইরাস ইস্যুতে আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের সব কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। এ বিষয়ে দলীয়ভাবে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, সরকারিভাবে ২৬ শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি বাতিল করা হয়েছে। সরকারি প্রোগ্রাম বাতিলের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যে কর্মসূচি আমরা কেন্দ্র থেকে ঘোষণা করেছিলাম, সে কর্মসূচিও বাতিল করা হয়েছে।
এদিকে দেশের বিভিন্ন জায়গায় বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তীতে সব বাস চলাচল বন্ধ করে দেয়া হবে কিনা-জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করা হবে। তবে প্রয়োজনে করা হতেও পারে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here