স্বাস্থ্যখাতকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করার দাবিতে মানববন্ধন

0
96
728×90 Banner

ডেইলি গাজীপুর (সংবাদ বিজ্ঞপ্তি ) : আজ ১২ জুলাই ২০২০ রোববার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্য’র উদ্যোগে দেশের ভঙ্গুর স্বাস্থ্যখাতকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা সরকারের উদ্দেশ্যে বলেন, “স্বাস্থ্যখাতের দুর্নীতিবাজদের আইনের আওতায় আনুন। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুন। করোনা মহামারী আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের দেশের স্বাস্থসেবা কোন পর্যায়ে আছে। এখনই সময় স্বাস্থ্যখাতের উন্নয়ন করার। অন্যথায় দেশে আরও বড় বিপদের সম্মুখীন হবে।”
নেতৃবৃন্দ সরকারের কাছে ৭ দফা দাবি পেশ করেন-
১. পর্দা কেলেঙ্কারীর বিচার করতে হবে।
২. ডাক্তার-নার্সদের খাবার কেলেঙ্কারীর বিচার করতে হবে।
৩. করোনা প্রতিরোধ সামগ্রীতে ভেজাল ও উচ্চমূল্যরোধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪. স্বাস্থ্যখাতে নিয়োগ ও বদলী বাণিজ্য বন্ধ করত হবে।
৫. সাধারণ রোগীদের করোনা চিকিৎসায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৬. ব্যাপক হারে অ্যান্টিবডি কিটের ব্যবহার নিশ্চিতে সকল বাধা দূর করতে হবে।
৭. স্বাস্থ্যখাতে দুর্নীতির গডফাদার মিঠু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে হবে।
বামঐক্য নেতৃবৃন্দ সরকারের উদ্দেশ্যে নিম্নোক্ত ৩টি সুপারিশ জরুরি ভিত্তিতে বাস্তবায়নের আহ্বান জানান-
১. স্বাস্থ্য কমিশন গঠন।
২. আমলাতন্ত্র নয়, চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ দ্বারা স্বাস্থ্য খাতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা।
৩. স্বাস্থ্য বাজেটের ৫০% স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ব্যয় করা।
সংগঠনের সমন্বয়কারী ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সিপিবি(এম)’র সাধারণ সম্পাদক কমরেড ডা. এম. এ. সামাদ, কৃষক মোর্চার আহ্বায়ক মোহাম্মদ মাসুম, পিডিপি’র সাধারণ সম্পাদক হারুন অর রশীদ সহ আয়োজক সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here