স্বীকৃতির জন্য চেষ্টা-তদবির করে মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজ ক্লান্ত

0
115
মোঃ নুরুল ইসলাম
728×90 Banner

নাসির উদ্দীন বুলবুল: দেশকে স্বাধীন করতে স্বাধীনতা সংগ্রামে যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন তাদের দেশের শ্রেষ্ঠ সন্তান বলে অ্যাখ্যায়িত করা হয়। মুক্তিযোদ্ধাদের এই বীরত্বগাঁথা সংগ্রামে ইতিহাস যেমন জাতিকে গর্বিত করে তেমনি মুক্তিযোদ্ধাদের প্রতি বঞ্চনা আর যথাযথ সম্মান না পাওয়ার বিষয়টি ব্যথিতও করে।

তেমনি স্বীকৃতি ও সম্মান না পাওয়া এক মুক্তিযোদ্ধার নাম মোঃ নুরুল ইসলাম।পিতা-মৃত আব্দুল দাগু খান, বাড়ি টাঙ্গাইল জেলার,মির্জাপুর উপজেলার পোঃ ওয়ার্শী পাইকপাড়া,গ্রামঃ ওয়ার্শী।বর্তমান ঠিকানা: শাজাহান মৃধার বাড়ী,মফিজ উদ্দিন রোড,গ্রাম-আরিচপুর, পোঃ- মন্নুনগর,টঙ্গী র্পূব থানা, গাজীপুর-১৭১০। তিনি মহান স্বাধীনতা যুদ্ধে কাদিরিয়া বাহিনীতে ১১ নং সেক্টর, ২৫ নং স্পেশাল আব্দুল মালেক কোম্পানী কমান্ডারের নেতৃত্বে ১৯৭১ সনে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে একজন সশস্ত্র মুক্তিযোদ্ধা ছিলেন। বিভিন্ন রনাঙ্গনে তিনি কৃত্বিতের সাথে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশগ্রহন করেন। যুদ্ধের পরবর্তীতে তিনি ভীষন অসুস্থ্য হয়ে পড়ে এবং বর্তমানে ২০ বৎসর যাবত প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়।এখন কিছুটা সুস্থ হয়ে রাস্তা রাস্তায় ঘুরে এবং রোগে ভুগছে, অজ্ঞাত কারণে মুক্তিযোদ্ধা তালিকায় তার (নুরুল ইসলামের) নাম উঠে নাই। বর্তমানে স্বাধীনতা পক্ষের সরকার প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকা প্রনয়ন ও মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করতেছে বিধায় তার নাম মুক্তিযোদ্ধা তালিকা ভুক্ত হওয়ার অনুপ্রেরণা জাগে তার। মুক্তি যোদ্ধাদের সুবিধা পাওয়ার জন্য না। শুধু তিনি মুক্তিযোদ্ধা হিসেবে সম্মানের জন্য তালিকাভুক্ত হওয়ার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রি,জামুকাসহ প্রশাসনের বিভিন্ন স্থানে ঘুরতে ঘুরতে তিনি আজ ক্লান্ত। তার (মোঃ নুরুল ইসলাম)-এর তিন সহ-যোদ্ধা (১) মোঃ আনোয়ার হোসেন, পিতা- মৃত আবেদ আলী, মাতা- মৃত বাছাতন নেছা, গ্রাম- কটরা, ডাকঘর- জামুর্কী, উপজেলা- মির্জাপুর, জেলা- টাঙ্গাইল, লাল মুক্তিবার্তা নং ০১১৮০৫০২০৯, মোবাইল নং ০১৮৫৮১৯ (২) মোঃ বদর হোসেন, পিতা- মৃত আহাম্মদ আলী মাতা- মৃত হালিমন নেছা, গ্রাম- কটরা, ডাকঘর- জামুর্কী, উপজেলা- মির্জাপুর, জেলা- টাঙ্গাইল, গেজেট নং ১৬২৩ (বাংলা), লাল মুক্তিবার্তা নং ০১১৮০৫০২০৬, মোবাইল নং ০১৭২৭৭৯২৭৩৩ (৩) মোঃ বাদশা মিয়া, পিতা- মৃত মোহাম্মদ আলী, মাতা- আনরা বেগম, গ্রাম- খৈলসিন্দুর, ডাকঘর- উয়ার্শী পাইকপাড়া, উপজেলা- মির্জাপুর, জেলা- টাঙ্গাইল, গেজেট নং ৩৩৬৭, লাল মুক্তিবার্তা নং ০১১৮০৫০১৩৬, মোবাইল নং ০১৮১৯৪৪৮৪০৫। তাহার নিজ ও তিন জন সহযোদ্ধার ভাষ্য মতে তিনি ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে ১১ নং সেক্টরে বঙ্গ বীর আব্দুল কাদের সিদ্দিকী এর নিয়ন্ত্রনাধীন কোম্পানি কমান্ডার আব্দুল মালেক এর অধীনে সক্রিয়ভাবে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। তিনি একজন মুক্তিযোদ্ধা । নুরুল ইসলাম যুদ্ধ পরবর্তী সময়ে ১১নং সেক্টর আঞ্চিলক অধিনায়ক কাদের সিদ্দিকী স্বাক্ষরিত সনদপত্র লাভ করেন।কিন্তু পরবর্তী সময়ে অসুস্থজনিত কারণে মুক্তিযোদ্ধা বাছাইয়ে সাক্ষাৎকার না দেয়ায় কাদিরিয়া বাহিনীর তালিকা থেকে তার নাম বাদ পড়ে যায়।দীর্ঘদিন যাবৎ অনেক চেষ্টা করেও মুক্তিযোদ্ধাদের তালিকায় তার নাম লিপিবদ্ধ হয়নি। নাম অন্তর্ভুক্তি না হওয়ায় মোঃ নুরুল ইসলাম বঞ্চিত রয়েছেন মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান ও ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা থেকে। প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েও তালিকায় নাম না থাকায় মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতে পারছেন না তিনি। নিজ গ্রামের মানুষ তাকে মুক্তিযোদ্ধা বলে ডাকলেও কাগজে-কলমে তার স্বীকৃতি মিলেনি আজও। মৃত্যুর আগে তিনি মুক্তিযোদ্ধার স্বীকৃতিটুকু পেতে চান, এটাই তার আশা। ৮০ বছর বয়সী মোঃ নুরুল ইসলাম এখন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন।

মোঃ নুরুল ইসলাম সঙ্গে আলাপকালে জানা যায়, ২৫ মার্চ ১৯৭১। আমি মোহাম্মদপুর গ্রীন রোডে বাস গাড়ীতে অবস্থান করছিলান। রাত ১২টার সময় পাকিবাহিনী ঢাকা শহরে আক্রমণ চালায়। জীবন বাঁচানোর জন্য আমার সাথে থাকা আরও ৪ জনসহ ৫জন ইটের স্ট্যাকের আড়ালে আশ্রয় লই । গোলাগুলির এক পর্যায়ে গুলি লেগে আমার সাথে থাকা ২জন তখনই মৃত্যু বরণ করে। তাদেরকে আমি চিনতাম না। দুই মরা লাশের মাঝে জীবন্ত হয়েও মরার ভান করে পড়ে রইলাম। পাকিবাহিনী কারফিউ জারী করেছে। বের হওয়ার কোন উপায় নাই। ২৭ মার্চ পাকিবাহিনী কিছু সময়ের জন্য কারফিউ শিথিল করে। আমি বের হয়ে দেখি গাড়ী ভর্তি লোক। তারা আমাকে ঢাকার বাইরে নিয়ে যেতে বলল। আমি বলি- আমি টাঙ্গাইল যাব। ঐ সময়ে আমি গাড়ী ভর্তি লোক নিয়ে টাঙ্গাইলের দিকে রওয়ানা হই। স্টাফ রোডের উত্তর পাশে আর্মি চেক পোস্ট। এখানে আসায় সব লোকজন গাড়ী থেকে নামিয়ে অত্যাচার শুরু করে। মহিলাসহ নির্যাতন করা হলো।আমাদেরকে গাড়ীসহ ছেড়ে দেওয়া হলো। টঙ্গী আব্দুল্লাহপুর এসে দেখি জনগন ব্রীজের দুই পাশে গর্ত করে রেখেছে। জনসাধারণ সহযোগিতা করে গাড়ীর লোকজন নিয়ে ঠেলে গর্ত পার করে গাড়ী নিয়ে টাঙ্গাইল চলে আসি।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আমাকে উজ্জিবিত করে। ২৫ মার্চের কালরাতে সাধারণ মানুষের উপর যে বর্বরতা তা আমার মধ্যে প্রতিশোধের স্পৃহা জাগিয়ে তোলে। আমি প্রতিজ্ঞা করি যুদ্ধে যাবো। এর মধ্যে বঙ্গবন্ধুর ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা শুনতে পাই ২৯ মার্চ। ঐ দিনই টাঙ্গাইলের নেতা লতিফ সিদ্দিকীর নেতৃত্বে মুক্তিযোদ্ধে যোগদান- করি এবং সন্ধ্যা ৭টায় অস্ত্রাগার লুট করে আমি অস্ত্র নেই। ৩রা এপ্রিল বি,ডি, আরদের সাথে মির্জাপুর থানার সাটিয়াচড়ার যুদ্ধে অংশ গ্রহণ করি। সাটিয়াচাড়ার যুদ্ধে ডিফেন্স তুলে নেয়ার পর আমি করটিয়ার পূর্ব পাশের গ্রাম সোনালিয়ায় চলে আসি এবং আমাদের সঙ্গে থাকা ৫টি রাইফেল (টাঙ্গাইল থেকে অস্ত্রাগার লুট করে আনা। ঐ গ্রামের গোরস্থানের ১টি ভাঙ্গা কবরে রেখে ইউসুফ ও আনছার এর বাড়ীতে আমার সাথে থাকা ৪ জনসহ মোট ৫জন আত্মগোপন করি। কয়েকদিন পর ঐ কবরস্থান থেকে ২টি রাইফেল তুলে পাঠশোলার বুঝার ভিতর ঢুকিয়ে সখীপুর নিয়ে পালিয়ে আসি। আমি অস্ত্র নিয়ে যখন সখীপুরে আসি, এসে দেখি মান্নান তালুকদারের নেতৃত্বে পিচ কমিটির মিটিং বসেছে। জোড় করে আমার হাতিয়ার নিয়ে যেতে চাইলে আমি বুক চাপড়িয়ে বলি- প্রয়োজনে গুলি চালাব কিন্তু রাইফেল দিব না। রাইফেল নিয়ে এসেছি পরে এটা জানাজানি হয়ে যায়। আমার বাবা ভয়ে কান্নাকাটি শুরু করে। উপায়ান্তর না দেখে আমি সন্ধ্যা বেলায় রাইফেল ২টি নিয়ে কালিদাস গ্রামের তেতুলিয়া চালায় চলে আসি। ঐ বাড়ীতে খাওয়া দাওয়া শেষে আমি কালিদাস খামার চালা চলে আসি। সেখানে সাকিম উদ্দিনের বাড়ীতে চলে আসি। ঐ বাড়ীতে আমার সাথে থাকা রাইফেল ২টি ধানের বেড়ে লুকিয়ে রাখি। তেতুলিয়া চালায় আসার পর খবর পাই যে, কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পাবুরিয়া চালায় এক কোম্পানী বি.ডি.আর এসেছে। বিডিআরদের কাছে যাওয়ার পর তারা আমাকে গৃহবন্দী করে রাখে। ২দিন গৃহবন্দি করে রাখার পর তারা আমার অস্ত্র দুটির জন্য ২জন যোয়ান আমার সাথে পাঠিয়ে দেয়। তাদের দিয়ে এসে আমি রাইফেল ২টি নিয়ে তাদের সাথে অবস্থান করতে থাকি, উদ্দেশ্য যুদ্ধে অংশগ্রহন এবং চালা থেকে কালমেঘা এবংঅস্ত্রসহ ভালুকা থানার বাটাজোড় এবং পরবর্তিতে  বাটাজোড় থেকে আংগোরপাড়া পরশুরাম মেম্বার বাড়ী । এসময়ে আমার সাথে যুক্ত হয় শালগ্রামপুরের ছবুর, মুক্তার,রাজ্জাক, সিদ্দিকী মাস্তান এবং কালমেঘার সাবদুল। বিডিআর কোম্পানী চলে যাওয়ার প্রস্তুতি নেয়। আমরা ঐসময় অস্ত্রগুলো ঘরের মেঝেতে গর্ত করে পুতে রাখি। সেখান থেকে ভালুকার আফছার আহামেদকে ১২টা রাইফেল ও গুলা বারুদ দেই,  বর্ষন করে পরেরদিন বিকাল ৪টা পযর্ন্ত । বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং শওকত মোমেন শাহজাহান অস্ত্রের খোজে এখানে আসে। বঙ্গবীর কাদের সিদ্দিকী ঐ সময়ে ডাকাতিয়া ওমর মাস্টারের বাড়িতে অবস্থান করে, শওকত মোমেন শাহজাহানকে পরশুরাম মেম্বারের বাড়ী পাঠায়। আমরা তখন অস্ত্রগুলো ১৪টি গরু ও মহিষের গাড়ীতে ভর্তি করে নিয়ে যাই কচুয়া । সেখান থেকে গাড়ী বদল করে ধুমখালী ছালাম ফকিরের বাড়ী। যুদ্ধকালীন ৯ মাসে অনেক যুদ্ধ করেছি। তবে স্মরনীয় যুদ্ধ হয়েছে র্মিজাপুরের যুদ্ধ। র্মিজাপুরে ছিল পাক বাহিনীর ক্যাম্প। আমরা সি.ও অফিস আক্রমন করার সিদ্ধান্ত নেই।১২ ডিসেম্বর/৭১ ভোররাতে আমরা সিও অফিস দুইদিক থেকে আক্রমন করি। সিও অফিসের উত্তর পাশে ১২নং কোম্পানী কমান্ডার আজাদ কামাল। আমি আমার কোম্পানীসহ পূর্বদিকে পজিশন নেই। আমার কোম্পানীর দুঃ সাহসী যোদ্ধা ১। জয়দুল বাড়ী বরাটি, মির্জাপুর থানা, ২। আঃ খালেক, আকুর টাকুর, টাঙ্গাইল, ৩। মোঃ বাচ্চু মিয়া, বাড়ী কাটরা ৪। আলতু মিয়া, বাড়ী বরাটীনদানা ৫। মোঃ শাহজাহান ধানকী মৈষ্টা বীরদর্পে যুদ্ধ করতে থাকে। বৃষ্টির মত গুলি ফুটছে। ঘন্টার পর ঘন্টা যাচ্ছে। বেলা ৩টার দিকে হঠাৎ করে পাকবাহিনীর একটি মর্টার সেলের স্ক্রিনটার আমার বাম হাটুর উপরে আঘাত করে। আমি আহত হই। আমার সহযোদ্ধারা আমাকে প্রথমে মির্জাপুর থানার গোহাইলবাড়ী নিয়ে যায়। সেখানে কোম্পানীর ডাক্তার দ্বারা আমাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আমাকে মুক্তিযোদ্ধারা বরাটী হাই স্কুল ক্যাম্পে নিয়ে যায়। সেখানে মির্জাপুর হাসপাতালের ডাক্তারের দ্বারা আমাকে চিকিৎসা করানো হয়। পরবর্তী সময়ে কাদেরিয়া বাহিনীর ভ্রাম্যমান হাসপাতালের ডাক্তার শাহজাহানা চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসা নেই।

যুদ্ধের কথা স্মরণ করলে এখনও গা শিউরে উঠে তার। স্বাধীনতার ৫১ বছর পর ২৮ বছরের টগবগে যুবক এখন বয়সের ভারে চলতে পারেন না। কমেনি দেশপ্রেমিক যোদ্ধার যুদ্ধকালীন তেজ।যুদ্ধের স্মৃতিচারণ করে মোঃ নুরুল ইসলাম বলেন, আমি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যুদ্ধ করেছি। পাক হানাদারের বুলেটের ভয় করিনি। ৫১ বছর পরও মুক্তিযুদ্ধের স্বীকৃতি পাইনি। অনেক চেষ্টা-তদবির করে আজ আমি ক্লান্ত। ভুগছি মরণব্যাধি রোগে। কবে ওপারে চলে যাব তার ঠিক নেই। মরার আগে শুধু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি চাই। এ ব্যাপারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ টঙ্গী থানা কমান্ডার মীর মোছাদ্দেক হোসেন বলেন, মোঃ নুরুল ইসলামের নাম মুক্তিযোদ্ধাদের তালিকায় নাই। তবে তার যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে অনেকের কাছ থেকে শুনেছি। নাম অন্তর্ভুক্তিকরণের জন্য তিনি অনেকবার আমার কাছে এসেছিলেন। মুক্তিযোদ্ধা হালনাগাদের বিষয়ে অনলাইনে আবেদন গ্রহণ করা হয়েছিল। এখন তা বন্ধ আছে। ৭ নং উয়াশী ইউনিয়ন কমান্ড মির্জাপুর বলেন, যুদ্ধে অংশগ্রহণ করে থাকলে স্বীকৃতি পাওয়াটা একজন মুক্তিযোদ্ধার প্রাপ্য অধিকার। প্রকৃত মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তি করতে অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়েছিল। মুক্তিযোদ্ধাদের সাক্ষ্যগ্রহণ ও যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান অবস্থায় ব্যাপক অনিয়ম-দুর্নীতির জন্য আদালতে মামলা হওয়ায় কার্যক্রম বন্ধ রয়েছে। মোঃ নুরুল ইসলামের ব্যাপারে তিনি বলেন, ব্যাপারটি দুঃখজনক। যেহেতু মোঃ নুরুল ইসলামের নাম অনলাইনে আবেদন করা আছে, সেহেতু তার নাম তালিকায় অন্তর্ভুক্তিতে আসতে পারে।

নাসির উদ্দীন বুলবুল

লেখক:সাংবাদিক ও কলামিস্ট, Whatsapp:01712085060

E-mail: nubulbu@gmail.com

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here