হেয়ার কালারের নতুন মুখ চঞ্চল চৌধুরী

0
153
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : এবার হেয়ার কালারের নতুন মুখ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। কেভিনকেয়ার বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের (সিকেবিপিএল) ফ্ল্যাগশিপ ব্র্যান্ড চিক এর পণ্য চিক হারবাল হেয়ার কালারের টিভিসি ও অন্যান্য প্রচারণামূলক কার্যক্রমে এই তারকা অভিনেতাকে অংশ নিতে দেখা যাবে।
এ নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, “দেশের বাজারে সুলভমূল্যে শীর্ষমানের পণ্য নিয়ে আসছে, এমন একটি ব্র্যান্ডের অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। যারা তাদের স্টাইলে পরিবর্তন আনতে চাচ্ছেন, তারা এই অ্যামোনিয়াবিহীন হেয়ার ডাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।”
কেভিনকেয়ার বাংলাদেশের বিজনেস হেড অরুণ চাকো বলেন, “চঞ্চল চৌধুরীর সাথে আমাদের এই অংশিদারিত্ব বাংলাদেশের বাজারের প্রতি আমাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন এবং আমরা এই অংশীদারিত্বে সত্যিই আনন্দিত। এই অংশিদারিত্বের মাধ্যমে একসাথে বড় কিছু করার সুযোগ রয়েছে বলে আমি মনে করি। চিক সবসময় সবচেয়ে সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন পণ্য পৌঁছে দিতে চায় এবং এক্ষেত্রে চিক হারবাল হেয়ার কালারও ভিন্ন নয়। ক্যাটাগরি হিসেবে হেয়ার কালার আমাদের ব্যক্তিগত পরিচর্যার অন্যতম অনুষঙ্গ এবং আমরা দেশের গ্রাহকদের জন্য ধারাবাহিকভাবে অসাধারণ সব পণ্য নিয়ে আসবো।”
অফিসিয়াল পার্টনার হিসেবে চঞ্চল চৌধুরী তার সাবলীল ও প্রাণবন্ত উপস্থিতির মাধ্যমে এই ব্র্যান্ডকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে। আরও বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে যোগাযোগ/ভিজিট করুন: www.facebook.com/CavinKareBD/

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here