২২ হাজার পরিবারে ত্রাণ পৌঁছাবেন এমপি নদভী

0
123
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : মহামারি করোনা ভাইরাসে কর্মহীন, হতদরিদ্র, শ্রমিক, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের মাঝে নিজস্ব তহবিল থেকে ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় একটি পৌরসভাসহ সাতকানিয়া-লোহাগাড়ার ২১ ইউনিয়নের একুশ হাজার দুঃস্থ-দরিদ্র পরিবার এবং এক হাজার আলেম-ওলামা, ইমাম-মোয়াজ্জিন ও মুক্তিযোদ্ধা পরিবারের জন্য সর্বমোট ২২ হাজার) প্যাকেট ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করলেন চট্টগ্রাম- ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। বৃহস্পতিবার সকাল আটটায় এই বিতরণ কার্যক্রমের সূচনা করেন তিনি। এমপি নদভীর প্রেস সচিব অধ্যাপক শাব্বির আহমদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রথম সপ্তাহে ইউনিয়নভিত্তিক ১৫ হাজার পরিবারের মাঝে এই ত্রাণ ও ইফতার সামগ্রীর প্যাকেট বিতরণ করা হবে। এভাবে পর্যায়ক্রমে এসব ত্রাণ ও ইফতার সামগ্রীর প্যাকেট ভূক্তভোগীদের মাঝে বিতরণ করা হবে।
উল্লেখ্য, প্রতিবছর মাহে রমজানে এমপি ড.আবু রেজা নদভী প্রতিষ্ঠিত এনজিও সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সাতকানিয়া-লোহাগাড়ার আর্ত-পীড়িত, আলেম-ওলামা, ইমাম-মোয়াজ্জিন ও মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ ও ইফতার কার্যক্রম বিতরণ কার্যক্রমের সূচনাকালে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম ফারুর ডলার, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সরোওয়ার উদ্দিন চৌধুরী, সাংসদের একান্ত সচিব ও সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য এরফানুল করিম চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ নেতা এইচ এম গণি স¤্রাট, সাতকানিয়া উপজলা যুবলীগের যুগ্ম আহবায়ক চেয়ারম্যান আ.ন.সেলিম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মোছলেম আহমদ, লেয়াকত আলী, যুবলীগ নেতা সাইফুল হাকিম, দেলোয়ার হোসেন বেলাল, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।
বৃহষ্পতিবার নলুয়া ইউনিয়নে বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এমপি নদভী’র পক্ষে ত্রাণ ও ইফতার সামগ্রীর প্যাকেট বিতরণ করেন নলুয়া ইউনিয়নের চেয়ারম্যান তসলিমা বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আহমদ মিয়া, উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য এটিএম সাইফুল প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here