৩ ম্যাচের জন্য নিষিদ্ধ নেইমার

0
153
728×90 Banner

ডেইলি গাজীপুর স্পোর্টস: পিএসজি তারকা নেইমার রেনে সমর্থকদের সঙ্গে বাজে ব্যবহারের কারণে ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন।
ফরাসী কাপের ফাইনালে রেনের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েও জিততে ব্যর্থ হয়েছিলো পিএসজি। পেনাল্টি শুটআউটে ৬-৫ গোলে হারের পর যখন সাজঘরে ফিরে যাচ্ছিলেন খেলোয়াড়রা, তখনই কাÐ বাঁধিয়ে বসেন নেইমার।
রেনে সমর্থকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়লে একপর্যায়ে সমর্থকটির মাথায় আঘাত করতে থাকেন নেইমার। পেছনে কেউ একজন এর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দেন। এই ঘটনার ফলে ব্রাজিল তারকার বড় নিষেধাজ্ঞা অনুমিতই ছিলো। এবার তাকে ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফরাসী ফুটবল সংস্থা।নিষেধাজ্ঞার ফলে অঁগে, দিজঁ ও রেইমসের বিপক্ষে ঘরোয়া লিগে পিএসজির শেষ তিন ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলীয় এই ফরোয়ার্ড। এ ছাড়া পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম দুই ম্যাচে থাকছে স্থগিত নিষেধাজ্ঞা। এর আগে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে রেফারির সিদ্ধান্ত নিয়ে বাজে মন্তব্য করে নিষেধাজ্ঞার খড়গে পড়েছিলেন পিএসজি তারকা।
উল্লেখ্য, ফরাসী কাপের ফাইনালে লেজার বাতি ও আতশবাজি ব্যবহারের জন্য পিএসজিকে ৩৫ হাজার ইউরো ও রেনেকে ২৩ হাজার ইউরোও জরিমানা করেছে ফরাসী ফুটবল সংস্থা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here