৫১ শতাংশ সিজারিয়ান বেড়েছে বাংলাদেশে: সেভ দ্য চিলড্রেন

0
205
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: স্বাস্থ্য: বাংলাদেশে গত দুই বছরে ‘অপ্রয়োজনীয়’ সিজারিয়ান ডেলিভারি ৫১ শতাংশ বেড়েছে বলে সেভ দ্য চিলড্রেনের এক প্রতিবেদনে বলা হয়েছে।
আন্তর্জাতিক এনজিওটির তথ্য অনুযায়ী, গেল বছর বাংলাদেশে আট লাখ ৬০ হাজার অপ্রয়োজনীয় এই অস্ত্রোপচার হয়েছে, যেখানে সি-সেকশনের দরকার হলেও তা পায়নি তিন লাখ নারী।
চিকিৎসার দিক দিয়ে সবচেয়ে প্রয়োজনে থাকা নারীরা সিজারিয়ান ডেলিভারির সুবিধা না পেলেও অপ্রয়োজনে এই অস্ত্রোপচারের পেছনে বছরে ৪৮ কোটি ৩০ লাখ ডলার খরচ করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে সিজারিয়ান ৫১ শতাংশ বেড়েছে। তার আগে ২০০৪ সালের তুলনায় ২০১৬ সালে এই অস্ত্রোপচার বেড়ে দাঁড়ায় ৪ থেকে ৩১ শতাংশে।
সেভ দ্য চিলড্রেন বলছে, বাংলাদেশে সম্পদশালীরা রেকর্ড সংখ্যায় সিজারিয়ানের দিকে ঝুঁকছে, যদিও তা মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ।
বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশে সিজারিয়ান বেড়েছে। তবে সেগুলোর সঙ্গে বাংলাদেশের তফাৎ হল, সিজারিয়ানের ফলে যে হারে মাতৃ মৃত্যু কমা উচিত এখানে তা হচ্ছে না।
বাংলাদেশের সর্বশেষ জনমিতি ও স্বাস্থ্য সমীক্ষা অনুযায়ী, সন্তান জন্ম দিতে গিয়ে প্রতি এক লাখ নারীর মধ্যে ১৯৬ জনের মৃত্যু হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here