‘৫৪ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠাবে না সৌদি আরব’

0
88
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: কয়েক দশক ধরে সৌদি আরবে বসবাস করে আসা ৫৪ হাজার রোহিঙ্গাকে সৌদি থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে না বলে পুনরায় জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
আবদুল মোমেন বলেন, সৌদি সরকার বলেছে যে যদি আমরা রোহিঙ্গাদের পাসপোর্ট দেই তাহলে তাদের উপকার হয়। কারণ সৌদি আরব রাষ্ট্রহীন মানুষ রাখে না।
পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরবের অনুরোধের বিষয়টি খতিয়ে দেখতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এর মানে এই নয় যে সৌদি সরকার তাদের বাংলাদেশে ফেরত পাঠাবে।
তিনি আরো বলেন, প্রায় ৩৯ থেকে ৪০ বছর আগে তখনকার সৌদি কর্তৃপক্ষ দুর্দশা দেখে রোহিঙ্গাদের নিয়ে গিয়েছিল। তাদের কোনো পাসপোর্ট ছিল না। তারা আরবিতে কথা বলে।
উল্লেখ্য, বিভিন্ন সময়ে মিয়ানমার থেকে অত্যাচার নির্যাতনের শিকার হয়ে বর্তমানে ১১ লাখের অধিক রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here