মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভাল আছেন ওবায়দুল কাদের —– সিঙ্গাপুর থেকে জাহাঙ্গীর আলম

0
296
728×90 Banner

মৃণাল চৌধুরী সৈকত: সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল কাদের আগের চাইতে এখন ভাল আছেন। ওনার সাথে অবস্থান করা গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম এক ফোনালাপে এ কথা জানান। তিনি জননেতা মন্ত্রী ওবায়দুল কাদের এর আশু রোগমুক্তি কামনায় দেশবাসীর দোঁয়া চেয়েছেন।
মঙ্গলবার দুপুর দুইটায় সিঙ্গাপুর থেকে ফোনালাপে জাহাঙ্গীর আলম বলেন, সোমবার রাত ১০ টা ৪০ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরকে ভর্তি করা হয়। মঙ্গলবার তার চিকিৎসার জন্য ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমণ¦য়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। পরীক্ষায় তাঁর হার্টের সাথে কিডনিতেও সমস্যা পাওয়া গেছে।
তিনি আরো বলেন, চিকিৎসকরা জানিয়েছেন আগের চাইতে এখন তার অবস্থা অনেকটা ভাল। ৫ থেকে ৭ দিন হাসপাতালে থাকতে হতে পারে বলেও চিকিৎসকরা জানান।
ওবায়দুল কাদের এর আশু রোগ মুক্তি কামনায় মেয়র জাহাঙ্গীর আলম ফোনালাপে দেশবাসীর কাছে দোঁয়া চেয়েছেন।
ওবায়দুল কাদেরের সাথে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার সহধর্মীনি ইশরাতুন্নেসা কাদের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসপাতালের নিউরোলোজিষ্ট ডাঃ আবু নাসের রিজভি, আওয়ামীলীগ ঢাকা দক্ষিনের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার প্রমুখ রয়েছেন।
এর আগে গতকাল সোমবার দুপুরে ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ দেবী শেঠি ও মাউন্ট এলিজাবেথ হাসাপাতালের পরামর্শে বিশেষ এয়ার এম্বুলেন্সে ওবায়দুল কাদেরকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হয়।
এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বার্তায় ওবায়দুল কাদেরের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here