বিএনপি জামায়াত দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছেঃ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

0
104
728×90 Banner

মোঃ শাহজালাল দেওয়ান : বিএনপি জামায়াত আবারও দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলে মন্তব্য করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি’র ১৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সোমবার রাতে গাজীপুর জেলার বঙ্গতাজ অডিটোরিয়ামে গাজীপুর মহানগর আওয়ামী লীগের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে দেশ যখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে, স্বপ্নের পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেলসহ বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে তখন বিএনপি জামায়াত আবারও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে মরিয়া হয়ে উঠেছে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে। তারা যেনো পুনরায় দেশে অরাজকতা সৃষ্টি করতে না পারে সেই দিকে সকলের দৃষ্টি রাখতে হবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যা বলেন তাই করে দেখান। বঙ্গবন্ধু কন্যার সু-নেতৃত্ব আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশর মানুষের স্বপ্নের পদ্ম সেতু। যারা বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শুধু আশার বাণী দিয়ে যায় তাদের উদ্দেশ্যে বলতে চাই বঙ্গবন্ধু কন্যা শুধু আশা দেয় না আশা পূরণও করেন। বিএনপি জামায়াত পরপর পাঁচবার দুর্নীতিতে বাংলাদেশকে বিশ্বচ্যাম্পিয়ন করে আমাদেরকে লজ্জায় ফেলে ছিলো, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশ এখন ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়ায় বিশ্বচ্যাম্পিয়ন হচ্ছে । আমাদের অনুর্ধ ১৯ ক্রিকেট দল যুববিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড.আজমত উল্লাহ খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ্ মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এড ওয়াজ উদ্দিন মিয়া, ওসমান আলী আফজাল হোসেন সরকার রিপন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক মোঃ মহি উদ্দিন মহি,কাজী ইলিয়াস আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবি এম নাসির উদ্দিন নাসির, শ্রম বিষয়ক সম্পাদক জাহিদ আল মামুন,মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা কাজী মোহাম্মদ সেলিম,মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা কাজী মোহাম্মদ সেলিম,টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সহ-সভাপতি মোঃ জয়নাল আবদীন গাজীপুর মহানগর কৃষকলীগের সভাপতি হেলাল উদ্দিন, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সকার বাবু ,মহানগর স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য জাহিদুল কবির আনোয়ার প্রমুখ।
উল্লেখ্য প্রখ্যাত শ্রমিক নেতা,বীর মুক্তিযোদ্ধা, জাতীয় শ্রমিকলীগ কেন্দীয় কমিটির সাবেক কার্যকরি সভাপতি ও সাধারণ সম্পাদক শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি ২০০৪ সালে ৭ মে শুক্রবার গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ১০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ সম্মেলনে দিন দুপুরে তৎকালীন বি এন পি – জামাত জোট সরকারের লেলিয়ে দেওয়া সন্ত্রসীদের ব্রাশফায়ারে নিহত হন। ১৯৫০ সালের ৯ নভেম্বর গাজীপুরের সাবেক পূবাইল ইউনিয়নের হায়দরাবাদ গ্রামে শহীদ আহসান উল্লা মাস্টার জন্মগ্রহণ করেন। তার পিতা শাহ্ সুফী আলহাজ্ব আব্দুল কাদের, মাতা হাজী র“সতুমুনন্নেছা। আহসান উল্লা মাস্টার গাজীপুর ২ ( গাজীপুর সদর,-টঙ্গী) আসন হতে ১৯৯৬ ও ২০০১ সালে পর পর ২ বার আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯০ সালে গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এবং ১৯৮৩ ও ১৯৮৭ সালে ২ দফা পুবাইল স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও তিনি আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য,শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শ্রমিক সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here