কালিয়াকৈরে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ

0
65
728×90 Banner

স্বপন সরকার, কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ আওয়ামীলীগ কালিয়াকৈর উপজেলা শাখা ও সকল সহযোগী সংগঠনের ব্যবস্থাপনায় স্কুল ব্যাগ বিতরন করা হয়েছে। বুধবার বিকাল ৩ ঘটিকায় কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামীলীগের বারবার নিবাচিত সভাপতি অ্যাড. আ. ক. ম মোজাম্মেল হক এমপি । প্রধান অতিথি বলেন, সারা বাংলাদেশে দশম শ্রেণি পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের বিনামূল্যে ৪৪ কোটি বই বিতরন করা হয়েছে। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা রাষ্ট্রের টাকা রাষ্ট্রের কাজে ব্যবহার করেন। পৃথিবীর কোন দেশে বিনা মূল্যে এতো বই দেওয়ার নজির নেই। প্রধান অতিথি তার ধারাবহিকতায় কালিয়াকৈরে ১২২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রী দের প্রায় ২৭,০০০(সাতাশ) হাজার ব্যাগ বিতরন করেন।
ব্যাগ বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রাসেল, কালিয়াকৈর উপজেলা নিবাহি কর্মকতা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ,উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক সিকদার মোশারফ হোসেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: সেলিম আজাদ, মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান সরকার ও সাধারণ সম্পাদক মো জহিরুল ইসলাম সহ আওয়ামী লীগের অঙ্গসংঠনের নেতৃবৃন্দ, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী / ছাত্র-ছাত্রী সহ অভিভাবকবৃন্দগন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here