শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

0
74
Exif_JPEG_420
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুর মহানগরের গাছা থানা এলাকায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ আব্দুল্লাহ আল মামুন মন্ডল। গত বুধবার (৪ জানুয়ারি) দুপুরে গাজীপুর মহানগরের গাছা থানা বোর্ডবাজার কাউন্সিলরে কার্যালয়ের সামনে তার ব্যক্তিগত তহবিল থেকে ৪৫০ জন সুবিধাবঞ্চিত শীতার্ত এলাকাবাসীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। শীতপত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন,৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃবাবুল হোসেন মন্ডল, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর সচিব মোঃ আবু সাঈদ, মোঃ হাসনাত, মোঃআমির হোসেন ভুট্টু, প্রমখ।
শীতবস্ত্র বিতরণ কালে কাউন্সিলন আলহাজ¦ আব্দুল্লাহ আল মামুন মন্ডল বলেন,শীতের তীব্রতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে মানুষের কষ্ট। হাড়কাঁপুনি শীতে গরিব মানুষের কষ্ট অবর্ণনীয়। শৈত্যপ্রবাহের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন-জীবিকা। শীত মোকাবিলায় স্থানীয় প্রশাসনের প্রস্তুতি থাকে খুবই যৎসামান্য। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় দুস্থ মানুষের দুর্ভোগ বেড়ে যায় চরমে। তীব্র শীতের কারণে ডায়রিয়া, আমাশয়, সর্দি-কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ে আশঙ্কাজনক হারে। এদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি থাকে। অনেক স্থানে দুপুর পর্যন্ত সূর্যের মুখ দেখা যায় না। উত্তর-পশ্চিম জনপদে শৈত্যপ্রবাহে গরম কাপড়ের অভাবে শীতের কষ্টে ভুগে শিশু, বৃদ্ধসহ নিম্ন আয়ের কর্মজীবী মানুষজন। এ সময় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সরকারের পাশাপাশি দেশের বিত্তবান মানুষদেও ও এ সময় এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত চেষ্টায়ই শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here