মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধকরণের জন্য কবি আফরোজা কনার প্রশংসনীয় ভুমিকা

0
158
728×90 Banner

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : জন্মদিনের অনুষ্ঠানে খ্যাতিমান মানবাধিকার তাত্ত্বিক, সমাজবিজ্ঞানী ও নজরুল গবেষক আচার্য মু. নজরুল ইসলাম তামিজী বলেছেন মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধকরণের জন্য কবি ও শিশু সাহিত্যিক আফরোজা কনার ভুমিকা প্রশংসনীয়। ৩০ জানুয়ারি ২০২৩ সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে লেখক উন্নয়ন কেন্দ্র আয়োজিত আফরোজা কনার জন্মদিন ও শীতকালীন কবিতা সন্ধ্যায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। কবি আফরোজা কনাকে ভার্চুয়াল মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। কবিকে কবিতার কথামালায় শুভেচ্ছা জানান বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি আসলাম সানী।লেখক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক কবি তৌহিদুল ইসলাম এর পরিচালনায় ফুলেল শুভেচ্ছা জানান অনুষ্ঠানের সভাপতি আচার্য তামিজী স্যার, কবি আসাদ কাজল, কবি অশোক ধর, কবি হালিমা বেগম,কবি বাপ্পি সাহা, কবি রৌশন আরা, কবি সেলিম খান, কবি নাহিন ফেরদৌস, কবি মতিয়ারা চৌধুরী মিনু,কবি নুরুজ্জামান হোসাইন, আবদুর রাজ্জাক, শিরিন আক্তার বৃষ্টি প্রমুখ। কবি কনার মা, খালা ও পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আচার্য তামিজী স্যার আরো বলেন, আজ সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্রের জন্মদিন। আমাদের কবি আফরোজা কনার জন্মদিন। নরেন্দ্রনাথ মিত্র এর লেখায় নারী প্রাধান্য পেত।আফরোজা কনার লেখায় নারীর প্রাধান্য লক্ষ্য করা যায়।তিনি আফরোজা কনাকে একজন নান্দনিক মানুষ হিসেবে অভিহিত করেন।
শীতকালীন কবিতা সন্ধ্যায় উপস্থিত কবি ও বাচিক শিল্পীগণ কবিতা আবৃত্তি করেন। কণ্ঠশিল্পীগণ গান পরিবেশন করেন। এ সন্ধ্যায় লেখক উন্নয়ন কেন্দ্র কর্তৃক ‘ছোটদের সাহিত্য প্রকাশনা কেন্দ্র’ এর আত্মপ্রকাশ ঘটে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here