১১ মার্চ মহানগর ও জেলায় বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

0
153
728×90 Banner

মোঃরফিকুল ইসলাম মিঠু: ১০ দফা দাবিতে ১১ মার্চ মহানগর ও জেলাপর্যায়ে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৪ মার্চ) রাজধানীর উত্তরায় পদযাত্রা কর্মসূচি পালন শেষে একথা জানান তিনি।
এদিন ১০ দফা দাবি আদায়ে ১৩টি মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি। যুগপৎ আন্দোলনের এ কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হন নেতাকর্মীরা। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে দাবি আদায়ের ঘোষণা দিয়েছেন নেতারা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কর্মসূচিতে সরগরম রাজনীতির মাঠ। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০দফা দাবিতে সারা দেশের মহানগর এলাকার প্রত্যেক থানাপর্যায়ে পদযাত্রা করেছে বিএনপি।
উত্তরায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পদযাত্রা করে দলটি। দুপুর ২টার পরে শুরু হয় এ কর্মসূচি। এর আগেই নেতাকর্মীরা প্ল্যাকার্ড ব্যানার হাতে জড়ো হন উত্তরায়। গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও খালেদাজিয়ার মুক্তির দাবীতে তারা রাস্তায় নামেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here