বঙ্গবন্ধু ফাউন্ডেশনের জাতীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

0
46
728×90 Banner

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি :বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে হাইকোর্ট এলাকায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের দ্বিতীয় তলায় ১নং হলরুমে সোমবার “দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচার কৌশল” শীর্ষক দিনব্যাপী কর্মশালা ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের জাতীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের সভাপতি ও মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি ড. মশিউর মালেক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইন্সুরেন্স এসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. নুরুল ইসলাম ঠান্ডু। আলোচনায় অংশ নেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত সম্পাদক এডভোকেট আব্দুন নুর দুলাল, বার কাউন্সিলের কমপ্লাইয়েন্স কমিটির চেয়ারম্যান সাঈদ আহমেদ রাজা। দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিগণ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্বাচনী প্রচার কৌশল সম্পর্কে আগত প্রতিনিধিগণের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন, এমপি তাঁর বক্তব্যে বলেন, জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পর পর তিনবার রাষ্ট্র ক্ষমতায় থেকে যেমন দেশের অভাবনীয় অবকাঠামোগত উন্নয়ন করেছেন। তেমনি বিশ্বের অর্থনৈতিক অগ্রযাত্রায় বাংলাদেশকে পরিনত করেছেন রোল মডেল। করোনা মহামারী উত্তর রাশিয়া ইউক্রেন যুদ্ধে এখন টালমাটাল বিশ্ব অর্থনীতি। বৈশ্বিক এই ক্রান্তিকালেও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ধারাবাহিক ভাবে চলমান রয়েছে। এই ধরাবাহিকতা অব্যহত রাখতে হলে আবারও দ্বাদশ নির্বাচনে প্রয়োজন জননেত্রী শেখ হাসিনা সরকার। তাঁর দূরদর্শী নেতৃত্বই বাংলাদেশকে পরিনত করতে পারে সোনার বাংলায়।
প্রধান আলোচক তার বক্তব্যে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে সকলের প্রতি আহবান জানান।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুন নুর দুলাল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন- কে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্যে বলেন আগামী নির্বাচনে দেশের স্বার্থেই বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করে দেশ সেবার সুযোগ দেয়া উচিত।
প্রতিনিধি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি এডভোকেট আব্দুল খালেক, মোঃ দেলোয়ার হোসেন, ডাঃ আব্দুস সালাম, মোহাম্মদ আব্দুস সালাম, কাজী মফিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদা হক কণিকা, আবুল খায়ের মোল্লা, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার শাকিল খান, শিক্ষা বিষয়ক সম্পাদক ডাঃ আবু তাহের, যুব ও ক্রিড়া সম্পাদক টিপু সুলতান, মহিলা বিষয়ক সহ সম্পাদক শারমিন আক্তার ময়না, জার্মান কমিটির সভাপতি ইউনুস আলী খান, ভারত কমিটির সভাপতি মীর এম এম শামীম, সুপ্রিম কোর্টে বারের আহবায়ক গৌরাঙ্গ চন্দ্র কর, সদস্য সচিব আবু নাসের স্বপন, মহিউদ্দিন আহমেদ, এডভোকেট বোরহান উদ্দিন জাকির, কেন্দ্রীয় সদস্য সাংবাদিক আনোয়ারুল হক ভূইয়া, মহিউদ্দিন রায়হান, ভারত কমিটির সহ-সভাপতি বিপ্লব গোস্বামী, ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি আহসান উল্লাহ ব্যাপারী, সাধারণ রাইসুল কবীর দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, আবুল কালাম আজাদসহ সকল জেলা কমিটির প্রতিনিধিবৃন্দ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here