কলকাতায় শিক্ষাবন্ধু সম্মাননা পেলেন মোস্তফা হুমায়ুন হিমু

0
325
728×90 Banner

ডেস্ক রিপোর্ট : টঙ্গীর কৃতিসন্তান,জামান মেমোরিয়াল একাডেমী পরিচালনা কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য, সালামত উল্যাহ মাষ্টার মেমোরিয়াল ট্রাস্ট চেয়ারম্যান জননেতা মোস্তফা কামাল হুমায়ুন হিমু ভারতের কলকাতা থেকে আন্তর্জাতিক শিক্ষাবন্ধু সম্মান-২০২৩ লাভ করেন।

Exif_JPEG_420

মোহাম্মদ মোস্তফা কামাল হুমায়ুন হিমু আন্তর্জাতিক শিক্ষাবন্ধু সম্মান-২০২৩ অর্জন করায় জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসরি উদ্দীন বুলবুল এক বার্তায় অভিনন্দন জানিয়েছেন।বার্তায় তিনি বলেন,মোস্তফা কামাল হুমায়ুন হিমু শিক্ষাবন্ধু সম্মান-২০২৩ অর্জন করায় আমরা টঙ্গীবাসী গর্বিত।
কলকাতার শিশির মঞ্চে অনাড়ম্ভর অনুষ্ঠানে আলো ট্রাস্টের আন্তর্জাতিক শিক্ষাবন্ধু সম্মাননা-২০২৩ তুলে দেন ভারতের পদ্মশ্রী রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত কিংবদন্তীতুল্য ব্যক্তিত্ব নিরঞ্জন গোস্বামী ও আলো ট্রাস্টের চেয়ারম্যান কমল কৃঞ্চ।
২৩ মার্চ ২০২৩, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন, কলকাতা।
[আরও সম্মাননা পেয়েছেন পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামী, অভিনেত্রী দেবিকা মুখার্জী, অভিনেতা ভাস্বর চট্টোপ্যাধ্যায়, অভিনেতা অনিন্দ ব্যানার্জী, পরমাণু বিজ্ঞানী বিধান কুমার ভৌমিক, সমাজকর্মী পম্পা ব্যানার্জী, শিল্পী দেব চৌধুরী, কলকাতা পুলিশের সাবেক কমিশনার ডিআইজি কঙ্কর প্রসাদ বাড়ুই, বাংলাদেশের সাংবাদিক আইয়ুব রানা, সংগীতশিল্পী অর্জুন বিশ্বাস, আসামের সাংবাদিক সন্তোষ চন্দ্র, লেখক মানিক ফকির, পুরোলিয়ার সাংস্কৃতিজন দেবরাজ মাহাতো প্রমুখ।]

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here