ত্রাণ কিংবা ভিক্ষা নয়, প্রতিবেশিকে দিন উপহার…..নাজনীন সুলতানা লুনা

0
130
728×90 Banner

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : সোনাতলা ডটকম ও সম্মিলিত প্লাটফর্ম এর আয়োজনে ২০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের সোনাতলা বাজারে সোনাতলা ডটকম কার্যালয়ে হতদরিদ্র তৃণমূল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। সোনাতলা ডটকম এর প্রতিষ্ঠাতা প্রবাসী সারোয়ার হোসেন খান এবং সোনাতলার কৃতিসন্তান লায়ন নাজনীন সুলতানা লুনার পৃষ্ঠপোষকতায় সভাপতিত্ব করেন সিদ্দিকুর রহমান খান। উপস্থিত ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, প্রফেসর কামাল মোস্তফা, ডা. ফারুক, তাওহিদ খান, শিক্ষক হারুন-অর-রশিদ, আব্দুল কুদ্দুস, মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।
দারিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণকালে লায়ন নাজনীন সুলতানা লুনা বলেন, ইট পাথরের ঢাকা শহরে বিভিন্ন বিত্তশালীরা ছিন্নমূল এবং সুবিধাবঞ্চিত মানুষদের মাঝেঈদ উপহার ও নতুন পোশাক বিতরণ করেন। কিন্তু সারাদেশে গ্রাম পর্যায়ে অতিদরিদ্র সাধারণ মানুষের দ্বারে কোন ত্রাণ পৌছায় না। সোনাতলা ডটকম এর জন্ম হয়েছিল করোনাকালীন সময়। এলাকার সকল বিত্তশালী মিলে সাধারণ মানুষের পাশে তারা সেদিন যেভাবে দাড়িয়েছিল তা এখন ইতিহাস। তারপর থেকে সোনাতলা ডটকম প্লাটফর্মটি এই এলাকার অসহায় মানুষদের কাছে আশির্বাদ স্বরূপ এসেছে। শুধু বিভিন্ন বিশেষ উৎসবে নয়, নানাভাবে অসহায় মানুষদেরকে কার্যক্ষমতায় আনার জন্য কাজ করে চলেছে। আমরা কখনই কাউকে ত্রাণ কিংবা ভিক্ষা দেই না, কারণ এই গ্রামে প্রত্যেকের সাথেই আমাদের নাড়ীর সম্পর্ক রয়েছে। তারা পিছিয়ে পরার কারণে অনেকে ছিটকে গেছেন। তাদের পাশ্বে আমরা উপহার নিয়ে দাড়াতে পারি। তিনি আরো বলেন, আমাদের জাকাত আমাদের প্রতিবেশিদের প্রথম হক। কিন্তু আমরা এখন বিভিন্ন নাম করা সংস্থায় নিজের নাম কামানোর জন্য দিয়ে থাকি। অথচ পাশের মানুষটি না খেয়ে কষ্টে জীবন-যাপন করে। এই নীতি থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে। তিনি বাংলাদেশের প্রতিটি গ্রামে বিত্তশালীদেরকে নিজ নিজ গ্রামের প্রতিবেশিদের পাশে দাড়ানোর জন্য জোর দাবি জানান। এসময় এলাকার শতাধিক হতদরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন, নবাবগঞ্জ উপজেলার জলার শিকারীপাড়া ইউনিয়নের সোনাতলাবাসী যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা প্রশংসার দাবি রাখে। তিনি বলেন, আপনারা সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে নিবন্ধন নিয়ে রাষ্ট্রের সহযোগিতার পাশাপাশি অত্র এলাকার প্রবাসী ও বিত্তশালীদের সমন্বয়ে একটি স্থায়ী ফান্ড গঠন করে অত্র এলাকার সকল অসহায় মানুষদেরকে পরিকল্পিতভাবে সুন্দর জীবনে আনার জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেন। গ্রাম হবে শহর এই স্লোগান শুধু মুখে দিলে হবে না, প্রত্যেকটি গ্রামেই একটি মডেল প্লাটফর্ম থাকে হবে। যেই প্লাটফর্ম সেই এলাকায় সন্ত্রাস, মাদক নির্মূল এবং সুশিক্ষিত জাতিগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বেকারত্ব দূরীকরণে ইতিবাচক কর্মসূচি পালন করবে।
ঈদ উপহার বিতরণ শেষে সোনাতলার কৃতিসন্তান জাগ্রত সেবা কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট লায়ন নাজনীন সুলতানা লুনাকে সম্প্রতি ভারত থেকে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য স্মারক সম্মাননা পুরস্কার, সনদ, উত্তরীয়, মেডেল শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের চেয়ারম্যান তার হাতে তুলে দেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here