গাজীপুর সিটি নির্বাচনে ৪৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিলেন আহসান উল্লা

0
1176
728×90 Banner

মোঃ শাহজালাল দেওয়ান: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ার পর থেকেই ভোটারদের মনে শুরু হয়েছে জল্পনা কল্পনা ও আলোচনা। শুরু হয়ে গেছে প্রতিটি ওয়ার্ডের প্রার্থীদের নির্বাচনের প্রচার ও কার্যক্রম। ঈদের আনন্দ শেষ না হতেই শুরু হয়েছে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন। তাই ভোটারদের মনে রয়েছে বাড়তি নির্বাচনের আনন্দের আমেজ। এবার ভোটারদের মুখে শোনা যায় তারা যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জয় যুক্ত করার পরিকল্পনা করেছে এমনটাই শোনা যায় সাধারণ ভোটারদের মুখে।গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ৪৭ নং ওয়ার্ডের সাধারণ ভোটারদের কাছে কাউন্সিলর হিসেবে নতুন একটি প্রিয় মুখ গরিবের বন্ধু, নিপীড়িত জনতা আস্তার প্রতীক, ৪৭ নং ওয়ার্ডের আস্থা বাজন মানুষ আহসান উল্লা (¯স্নাতক রাষ্ট্রবিজ্ঞান)। গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। আহসান উল্লা এক সাক্ষাৎকারে এই প্রতিবেদককে জানান গাজীপুরের মাটি ও মানুষের প্রিয় শিক্ষক শহীদ আহসান উল্লা স্যারের ছাত্র হওয়ার সুবাদে আমার ছাত্র জীবন থেকেই রাজনীতি ও সামাজিক কর্মকান্ডের হাতেঘড়ি। ছোট-বড় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় শিক্ষকদের কাছ থেকে বিকশিত হয়েছে। সময়ের প্রবাহ প্রিয় শিক্ষাগুরু আহসান উল্লাহ মাস্টার এমপি উনার সুযোগ্য সন্তান মাননীয় প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি মহোদয় ও টঙ্গী পৌরসভা থেকে বারবার নির্বাচিত সাবেক মেয়র বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আলহাজ্ব এডভোকেট আজমত উল্লাহ খান মহোদয়ের আন্তরিকতায় প্রাপ্ত সামাজিক সহায়তা সমূহ দলমত নির্বিশেষে ব্যাক্তি,মসজিদ, স্কুলসমুহে নিস্টার সাথে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি।
গাজীপুর সিটির ৪৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আহসান উল্লা ওয়ার্ডে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সুখে দুঃখে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে ৪৭ নং ওয়ার্ড বাসীর মনে স্থান করে নিয়েছে। তিনি সব সময় মানুষের পাশে দাঁড়িয়ে সকল সামাজিক কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। পারা মহল্লার চা দোকান থেকে শুরু করে প্রতিটি অলি-গলিতে চলছে নানা আলোচনা-পর্যালোচনা। শুরু হয়েছে আহসান উল্লার প্রচার প্রচারণা। এলাকাবাসীরা বলেন তিনি একজন প্রতিবাদী এবং পরোপকারী মানুষ । তার মতো মিষ্টভাষী, সৎ ও ন্যায় পরায়ণ একজন ব্যক্তিকে ৪৭ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে বড়ই প্রয়োজন।
গাজীপুর মহানগরের ৪৭ নং ওয়ার্ডে খোঁজ খবর নিয়ে জানা যায় আহসান উল্লা প্রতিদিন সকাল থেকে গরীব রাত পর্যন্ত এলাকার গরীব দুঃখী মানুষের খোঁজ খবর নিতেন। নিজের সাধ্যমতো সকল সমস্যা সমাধান করার চেষ্টা করতেন। ৪৭ নং ওয়ার্ডের এক বাসিন্দা বলেন আহসান উল্লা একজন পরোপকারী মানুষ তার মত মানুষ যদি কাউন্সিল হয় আমাদের জন্য ভাল হবে কারন তিনি সব সময় গরীব দুঃখী সাধারণ মানুষের পাশে থেকে উপকার করেন।
আহসান উল্লা বলেন আমি শুধু সকলের ভালোবাসা নিয়ে আগামী দিনগুলো ৪৭ নং ওয়ার্ডের সাধারণ মানুষের সেবা করে যেতে চাই। জনপ্রতিনিধি না হয়েও এলাকার একজন সাধারণ মানুষ হিসেবে অত্যন্ত গোপনে কর্মহীন ও অসহায়দের সাথে ছিলাম, আগামীতে এলাকার অবেহেলিত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই। এবার আমি গাজীপুর সিটি করপোরেশনের ৪৭ নং ওয়ার্ড থেকে কাউন্সিল নির্বাচন করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাকে ভোট দিলে ৪৭ নং ওয়ার্ড থেকে দালাল বাটপার ভ‚মিদস্যু চাঁদাবাজ মাদকের আস্থানা গুড়িয়ে দিয়ে একটি আধুনিক শান্ত নিরিবিলি বসবাসের ওয়ার্ড করতে চাই। আমি আশাবাদী জনগণ আমার প্রতি বিশ্বাস ভালবাসা আছে এবার সবাই আমাকে ভোট দিবে আমি কাউন্সিল নয় জনগণের সেবক হয়ে বাকীটা জীবন কাটাতে চাই।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here