

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : ডাক বিভাগের ডিজিটাল ডাকঘরের ই.ডি. কর্মচারীদের সম্মানী ভাতা ৪ গুন বৃদ্ধিসহ ১৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী সভাকক্ষে বাংলাদেশ ডাক বিভাগের ২৩ হাজার ই.ডি. কর্মচারীদের বর্তমান ভাতা ৪গুন বৃদ্ধি ও ঈদ উৎসব ভাতাসহ বাংলাদেশ পোস্টাল ই.ডি কর্মচারী ইউনিয়নের ১৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর দ্বিতীয়বার স্মারক লিপি প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ নেওয়াজ চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পোস্টাল ই.ডি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ হাকিম। আরো বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরি সভাপতি এ বি এম হানিফ মাস্টার, যুগ্ম স্মপাদক আঃ শহিদ, আবু হানিফ মিয়া, সাংগঠনিক সম্পাদক জাহিদুল হক ভূইয়া, সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক হুমায়ুন কবির, নির্বাহী সদস্য শামসুদ্দোহা ভূইয়া, এ কে আজাদ, তাবিবুর রহমান, উপদেষ্টা সিরাজুল ইসলাম, আঃ মতিন, নুরুল ইসলাম, তারকেশ্বর বাড়ৈ, শাহ আলম ও আশ্রাফ আলী প্রমুখ নেতৃবৃন্দ।
