ব্যারিষ্টার ফকরুলের বিরুদ্ধে গণস্বাস্থ্যের অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

0
100
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) মামলার রায় ফাঁসকারী সাজাপ্রাপ্ত আসামী ব্যারিষ্টার ফকরুলের বিরুদ্ধে গণস্বাস্থ্যের অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠাতা ট্রাস্টি গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাষ্ট বীর মুক্তিযোদ্ধা ডাঃ নাজিম উদ্দিন আহমেদ। আজ শুক্রবার গণস্বাস্থ্য কেন্দ্র- টঙ্গী ক্লিনিকে আয়োজিত উক্ত সংবাদ সম্মেলনে ডাঃ নাজিম উদ্দিন আহমেদ লিখিত বক্তব্য পাঠ করেন,তিনি অনতিবিলম্বে ব্যারিষ্টার ফকরুলসহ অর্থ আত্মসাতের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ সময় উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাবু রনজিৎ কুমার কর্মকার প্রাক্তন অধ্যক্ষ আমজাদ আলী সরকার পাইলট বালিকা বিদ্যালয় এন্ড কলেজ,নুরুল ইসলাম পরিচালক গণস্বাস্থ্য টঙ্গী হাসপাতাল,বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ শহিদ উল্লাহ, আমজাদ আলী সরকার পাইলট বালিকা বিদ্যালয় এন্ড কলেজ অধ্যক্ষ আ. রাজ্জাক মিয়া, সহকারি শিক্ষক রফিকুল ইসলাম,আদিত্য সরকার, ডা: নাসিফ প্রমুখ।
তিনি আরো বলেন,গণস্বাস্থ্য কেন্দ্রের বিগত কর্তৃপক্ষ এ আইনজীবিকে গণস্বাস্থ্যর বিভিন্ন আইনি কার্যক্রম পরিচালনার জন্য নিয়োগ দেওয়া হয়। সে গণস্বাস্থ্য কেন্দ্রের কোন রকম আইনি কার্যক্রম পরিচালনা না করে সম্পূর্ণ বেআইনি ভাবে কোন প্রকার বিল ভাউচার না দিয়ে গণস্বাস্থ্য সামাজভিত্তিক মেডিকেল কলেজ থেকে গত ১২/০৭/২০২২ হতে ০২/০৫/২০২৩ইং পর্যন্ত সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ মহিবুল্লাহ খন্দকারের যোগসাজসে একটি মামলার খরচ বাবদ ৩১,২০,০০০/-(একত্রিশ লাখ বিশ হাজার) টাকা উত্তোলন করে। প্রকাশ থাকে যে, আরও ২টি মামলার খরচ বাবদ ৪২,৪৫,০০০/-(বিয়াল্লিশ লাখ পঁয়তাল্লিশ হাজার ) টাকা বিভিন্ন সময়ে চেকের মাধ্যমে গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারপারসন ও ট্রাস্টি আলতাবুর নেছার যোগসাজসে উক্ত টাকা তুলে নেয়। তার বিল সমন্বয় করার অজুহাতে গণস্বাস্থ্য ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি হতে ২০,০০,০০০/-(বিশ লক্ষ) টাকা লোন নেয়। ৩১/০৫/২০২৩ইং তারিখ পর্যন্ত যা ২৫,১৮,৪৬০/-(পঁচিশ লক্ষ আটার হাজার চারশত ষাট) টাকা হয়।
এ বিপুল পরিমান অর্থ গণস্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা কোন প্রকার যাচাই বাচাই না করে তাকে উক্ত টাকা তুলে নেওয়ার সুযোগ করে দেয়। এতে প্রতীয়মান হয় যে, এর সাথে তাদের যোগসূত্র রয়েছে।ব্যারিস্টার আবুল কাসেম মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, “আমি একজন আইনজীবী হিসেবে গণস্বাস্থ্য কেন্দ্রের অধীনে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের কটন টেক্সটাইল কারখানার জমি- সংক্রান্ত মামলাসহ আরও ১৫-১৬টি মামলা পরিচালনা করছি। গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের অনুমোদনক্রমেই আমাকে তাদের আইনজীবী নিয়োগ করা হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী জীবিত থাকাকালে তো এসব কথা উত্থাপিত হয়নি। এখন হঠাৎ করে কেন এসব তোলা হচ্ছে। এখানেই প্রশ্ন তৈরি হয়েছে।’
গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারপারসন ও ট্রাষ্টি আলতাফুন্নেছা বলেন, “আমার একার পক্ষে আইনজীবীকে টাকা দেওয়া সম্ভব নয়। মামলা পরিচালনার করতে তিনজনের সম্মতিতে আইনজীবীকে ফিশ দেওয়া হয়। আমরা গত বৃহস্পতিবার টঙ্গীতে গণস্বাস্থ্য কেন্দ্রে গিয়েছিলাম। ডা. নাজিম উদ্দিন আহমেদ আলোচনা সভায় বসেনজি তাঁর অভিযোগগুলো মিথ্যে।’

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here