ডিএসইসি সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

0
66
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১0টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় আবদুস সালাম হলরুমে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, কাকরাইলের সহযোগিতায় বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা ডিএসইসি’র প্রায় তিন শতাধিক সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ দেন।
ডিএসইসি সভাপতি মুক্তাদির অনিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মীর মোস্তাফিজুর রহমান, কায়কোবাদ মিলন, আশরাফুল ইসলাম, নাসিমা আক্তার সোমা, কেএম শহিদুল হক, জাকির হোসেন ইমন, মামুন ফরাজী এবং সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়। ইসলামী ব্যাংক ফাউন্ডেশেনের ডিজিএম জসিম উদ্দীন, ডা: মোহা: হাফিজুর রহমান, সুপারিনটেনডেন্ট, মোঃ আব্দুল আজিজ রিয়াদ, সহকারী সুপারিনটেনডেন্ট ইসলামের হাসপাতাল মার্কেটিং ইনচার্জ এস এম আবদুল্লাহ আল মামুন, ডাঃ মোঃ আব্দুস সালাম কার্ডিওলজিস্ট, ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ আহসান উল্লাহ। ওজিএস গ্রুপের পরিচালক মার্কেটিং হান্নান হায়দার।
এছাড়া কার্যনিবার্হী কমিটির মধ্যে যুগ্ম সম্পাদক মনির আহমেদ জারিফ, কোষাধ্যক্ষ নাজিম উদ-দৌলা সাদি, দপ্তর সম্পাদক জাফরুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফ আহমেদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তারেক হোসেন বাপ্পি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান, কল্যাণ সম্পাদক মো: সাফায়েত হোসেন, নারী বিষয়ক সম্পাদক ফারহানা নাজনীন ফ্লোরা। কার্যনির্বাহী সদস্য শামসুল আলম সেতু, আনজুমান আরা শিল্পি, আনজুমান আরা মুন, জেসমিন জাহান, মাশরেকা জাহান মনাসহ ডিএসইসি’র সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মীর মোস্তাফিজুর রহমান।
ইসলামী ব্যাংক ফাউন্ডেশেনের ডিজিএম জসিম উদ্দীন বলেন, আপনাদের দাবির আলোকে ডিএসইসির সদস্য ও তাদের পরিবারের জন্য ইসলামী ব্যাংক হাসপাতালের (২২ টি) কর্পোরেট সুবিধা দেয়া হবে।
ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কর্মকান্ডে আমাদের সহযোগীতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের বক্তারা এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন, ভবিষ্যতে এ ধরনের মানবকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানান। ফ্রি মেডিকেল ক্যাম্পে সকল পরীক্ষার উপর ডিএসইসি সদস্যরা ৪০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা পাবেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here