“মার্কিন স্বাস্থ্যসেবার ভণ্ডামি: হাসপাতালে ঢুকলেই হার্টবিট নয়, ক্রেডিট কার্ড আগে চেক করা হয়”

0
84
728×90 Banner

অ্যাডভোকেট এম এ মজিদ: অবিশ্বাস্য হলেও সত্য যে, বিশ্বে যুদ্ধ লাগানো, অস্ত্র বেচা, মানবাধিকার ও শান্তি ধ্বংসকারী এবং সকল অপকর্মের বিশ্বমোড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের জন্য বিনা মূল্যে সরকারি কোনো হাসপাতাল এবং চিকিৎসাসেবা নেই।
মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা বলি “সভ্যতার বাতিঘর”! তারা মানবাধিকার রক্ষার নামে বিশ্বকে দীক্ষা দেয়, সাম্রাজ্যবাদী নৈতিকতা রপ্ত করায়, আফ্রিকা থেকে এশিয়া – সবখানে বক্তৃতা ঝেড়ে বেড়ায়। অথচ নিজেদের দেশে যদি একজন সাধারণ নাগরিক অসুস্থ হয়ে হাসপাতালে ঢোকে, প্রথমেই হার্টবিট পরীক্ষা করা হয় না, বরং মেশিনে পরীক্ষা করা হয় ক্রেডিট কার্ডে পর্যাপ্ত অর্থ আছে কিনা!
কানাডায় চিকিৎসা হলো জনগণের অধিকারঃ
মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিক উত্তরে কানাডা। সেখানে গরিব, ধনী, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, আদিবাসী, অভিবাসী – সবাই একই বিছানায়, একই ডাক্তারের হাতে চিকিৎসা পান। কোনো পার্থক্য নেই, কোনো শর্ত নেই। ক্যানসারের চিকিৎসা থেকে শুরু করে জরুরি অস্ত্রোপচারে কোথাও রোগীকে বিল হাতে ধরিয়ে বাড়ি পাঠানো হয় না। সরকারই ব্যবস্থা করে। ওষুধে ভর্তুকি, হাসপাতালে ভর্তি বিনামূল্যে, এমনকি অনেক ক্ষেত্রে পুনর্বাসনের খরচও সরকার বহন করে। কানাডায় জন্ম নিলে মানুষ অন্তত নিশ্চিন্তে অসুস্থ হতে পারে, কারণ সেখানে চিকিৎসা কোনো কর্পোরেট পণ্য নয়, চিকিৎসা হলো জনগণের মৌলিক অধিকার।
কেবল কানাডাই নয়, ইউরোপের প্রায় সব রাষ্ট্রসহ বিশ্বের বহু দেশেই চিকিৎসাসেবা সম্পূর্ণ বিনামূল্যে নাগরিকদের অধিকার হিসেবে নিশ্চিত করা হয়েছে। যেখানে জন্ম নিলে সাধারণ মানুষ দারিদ্র্যের ভয়ে হাসপাতালে যাওয়ার সাহস হারায় না, সেখানে মানুষ জানে রাষ্ট্র তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পাশে থাকবে।
আমেরিকায় চিকিৎসা হলো ব্যবসাঃ
অন্যদিকে আমেরিকায় জন্ম নিলে গরিব হওয়াটাই আসলে অভিশাপ। কারণ সেখানে চিকিৎসা মানেই ব্যবসা। ডাক্তার আসলে বিক্রেতা, হাসপাতাল আসলে সুপারশপ, আর রোগী নিছক ক্রেতা।
হার্ট অ্যাটাক নিয়ে যদি কেউ হাসপাতালে আসে, প্রথমে ডাক্তার ইসিজি মেশিনের প্লাগ ধরবেন না, বরং ইনস্যুরেন্স কার্ড চাইবেন। কোনো বীমা নেই? তবে আপনাকে জরুরি ওয়ার্ডেই দাঁড় করিয়ে রাখা হবে, যতক্ষণ না কোনো আত্মীয় বা শুভাকাঙ্ক্ষী এসে ক্রেডিট কার্ড সোয়াইপ করে। অস্ত্রোপচারের দরকার হলে আপনাকে আগে ডাউন পেমেন্ট করতেই হবে, যেন আপনি কোনো ফ্ল্যাট বুক করছেন। হাসপাতাল বিলের ভয়ঙ্কর অঙ্ক দেখে বোঝা যায় আমেরিকায় মরার চেয়ে মৃত্যুই আসল সস্তা বিকল্প।
বাস্তব উদাহরণঃ
২০১৯ সালে এক মার্কিন মা সন্তান জন্ম দেওয়ার পর হাসপাতালের বিল হাতে পেয়েছিলেন ৩২ হাজার ডলার। এর মধ্যে হাসপাতালের টিভির রিমোট ব্যবহারের ফি পর্যন্ত অন্তর্ভুক্ত ছিল। আবার কোভিড মহামারির সময় অসংখ্য পরিবার ধ্বংস হয়ে গেছে শুধু হাসপাতালের বিল পরিশোধ করতে না পারায়। লক্ষ লক্ষ মানুষ ঋণের ফাঁদে পড়ে তাদের ঘরবাড়ি হারিয়েছে, অথচ সরকার গর্বের সাথে জানিয়েছে তারা “বিশ্বে গণতন্ত্র বাঁচাতে” আফগানিস্তান ও ইউক্রেনে বিলিয়ন বিলিয়ন ডলার ঢেলেছে।
অস্ত্রের জন্য পাহাড়সম অর্থ, চিকিৎসায় নেই ভর্তুকিঃ
আমেরিকা ট্রিলিয়ন ডলার খরচ করেছে আফগানিস্তানকে ধ্বংস করতে, বিলিয়ন বিলিয়ন ডলার পাঠিয়েছে ইউক্রেন যুদ্ধে, ইসরায়েলকে পাঠিয়ে চলেছে অসংখ্য অস্ত্র। কিন্তু নিজেদের দেশে সরকারি হাসপাতাল বানাতে গেলে নাকি বাজেটে ঘাটতি পড়ে যায়! এটা কি দারিদ্র্য? নাকি পরিকল্পিত নিষ্ঠুরতা? রাষ্ট্র যেখানে মানুষের জীবনকে প্রাধান্য না দিয়ে অস্ত্রশস্ত্রকে প্রথম সারিতে রাখে, সেখানে চিকিৎসা অবধারিতভাবেই পরিণত হয় কর্পোরেট ফাঁদে।
ধনী-গরিবের বিভাজনঃ
আমেরিকার ধনী নাগরিকরা পাঁচ তারকা হাসপাতালের স্যুটে বসে রোবটিক সার্জারি করান। তাদের হাতে থাকে সর্বাধুনিক স্বাস্থ্যবিমার কার্ড, যা সমস্ত বিল মিটিয়ে দেয়। অন্যদিকে গরিব নাগরিকের হাতে থাকে শুধু একরাশ দুশ্চিন্তা। এম্বুলেন্স ডাকার টাকাই তাদের থাকে না, হাসপাতালে পৌঁছালেও বিল দেখে তারা বোঝে এ দেশে চিকিৎসা নয়, মৃত্যু অনেক সস্তা।
উপসংহারঃ
আমেরিকা পৃথিবীকে মানবাধিকারের পাঠ পড়ায়। কিন্তু নিজেদের দেশে স্বাস্থ্যসেবার নামে গরিব মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। কানাডা ও ইউরোপ যেখানে চিকিৎসাকে মানবাধিকার বানিয়েছে, সেখানে আমেরিকা সেটাকে করেছে এক নিখুঁত কর্পোরেট ফাঁদ।
সত্যি বলতে কী, আমেরিকার প্রতিটি হাসপাতালের প্রবেশদ্বারে একটাই সতর্কবাণী বড় অক্ষরে লেখা থাকা উচিত, আর সেটি হলো,
“এখানে রোগ নয়, কেবল টাকার চিকিৎসা করা হয়।”
লেখক: বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, জাতীয় সাংবাদিক সোসাইটি এবং ওয়ার্ল্ড পীছ অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি চেয়ারম্যান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here