মে লা য় যা ই রে..

0
272
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বাঙালির একটি সার্বজনীন উৎসব হল পহেলা বৈশাখ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলা বর্ষকে বরণ করে নেয় বেশ উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে। আর বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হল বৈশাখী মেলার আয়োজন। পহেলা বৈশাখ মানেই বৈশাখী মেলা। আজও গ্রাম বাংলায় বৈশাখ এলেই গ্রামের শতবর্ষী বটগাছের নিচে বা নদীর ক‚ল ঘেঁষে মেলার আয়োজন হয়ে থাকে। যেখানে বাঙালি ললনারা শাড়ি পরে যাবে। ছোট্ট শিশুরা বাঁশি বাজাবে, নাগরদোলা থাকবে, আরও থাকবে দিনব্যাপী বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। এমনই আনন্দঘন জীবন্ত পরিবেশ হল বাংলার বৈশাখী মেলার। হাজার বছরের এ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে আজও বাংলায় বৈশাখী মেলার আয়োজন হয়ে থাকে। চলুন জেনে নেয়া যাক ইটপাথরের এ শহরে কোথায় বসবে বৈশাখী মেলা-
বর্ষবরণকে সামনে রেখে নগরী সর্বত্রই থাকে সাজ সাজ রব। আবাল বৃদ্ধ সবাই বাংলা নতুন বছরকে বরণ করে নিতে নিজেকে সাজান বৈশাখী সাজে। সকাল থেকেই নগরীর বিভিন্নস্থানে জমতে শুর” করে বৈশাখী মেলা। তবে সবাই মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়ার পর বন্ধু-বান্ধব বা প্রিয়জনের সঙ্গে ঘুরতে যায় বৈশাখী মেলায়।
রমনার বটমূল : শুধু নগরী নয় সারাদেশের সবচেয়ে বড় এবং প্রাণবন্ত মেলা হয় রমনার বটমূলে। সকাল থেকে ধর্ম-বর্ণ ভুলে ছেলে-বুড়ো সবাই ছোটেন রমনার বটমূলের উদ্দেশ্যে। যুগ যুগ ধরে বৈশাখের প্রথম দিনটিতে বর্ষবরণের নানা অনুষ্ঠান চলতে থাকে রমনার বটমূলে। সেই সঙ্গে সম্পঁর্ণ রমনা পার্কেই বসে বৈশাখী মেলা। নাগরদোলা, চরকা, বাঁশি বিভিন্ন ধরনের খেলাসহ জমে উঠতে থাকে বৈশাখের সকাল। বাংলার মেয়েরা শাড়ি পড়ে বাঙালি সেজে বিচরণ করতে থাকে। ছেলেদের সাজেও কমতি নেই। লুঙ্গি, গামছা, ধুতি পড়ে ঘুরতে থাকে যত্রতত্র। এভাবেই উৎসবমুখর পরিবেশে চলতে থাকে বৈশাখী মেলা।
সোহরাওয়ার্দী উদ্যান : পহেলা বৈশাখে সোহরাওয়ার্দী উদ্যানের খোলা মাঠে বিশাল মেলা বসে। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি লালন সঙ্গীত মেলাতে অন্যরকম প্রাণের সঞ্চার করে। মেলায় শিশুদের জন্য নগরদোলা, চরকাসহ নানারকম খেলার ব্যবস্থা থাকে। মেলায় বাঙালির বিভিন্ন রকম খেলার ব্যবস্থা থাকে। মেলায় বাঙালির বিভিন্ন রকম খাবারেরও দোকান বসে যার লোভনীয় স্বাদ জিভে জল এনে দেয়। বৈশাখ উদযাপনে সোহরাওয়ার্দীর মেলা ও হতে পারে আপনার গন্তব্য।
শিশুপার্ক ও শিশুমেলা : বৈশাখী মেলাকে ঘিরে বড়দের পাশাপাশি ছোটদেরও থাকে ব্যাপক আগ্রহ। শিশুদের কথা ভেবেই শিশুমেলা এবং শিশুপার্কে থাকে বৈশাখী মেলার আয়োজন। তবে শিশুপার্ক ও শিশুমেলায় কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান না থাকলেও শিশুরা বিভিন্ন ধরনের খেলায় মেতে ওঠে। সেই সঙ্গে শিশুপার্কের বাইরে বিভিন্ন রকম খেলনার দোকান বসে। বাঁশি, গাড়ি, বেলুন মুখোশসহ হরেক রকম জিনিস পাওয়া যায় এসব দোকানে।
ফ্যান্টাসি কিংডম ও নন্দন : আধুনিক বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে ফ্যান্টাসি কিংডম ও নন্দন অন্যতম। বৈশাখকে সামনে রেখে নান্দনিকভাবে সাজানো হয়েছে আধুনিক এ বিনোদন কেন্দ্র দুটি। এখানে পহেলা বৈশাখ উপলক্ষে চলবে দিনব্যাপী কনসার্ট সেই সঙ্গে বিনোদনের সবরকম ব্যবস্থা। পরিবারের সবাইকে নিয়ে মজা করার পাশাপাশি আধুনিক সব রাইডে উঠতে চাইলে যেতে পারেন ফ্রান্টাসি কিংডম ও নন্দনের বৈশাখী মেলায়।
রবীন্দ্রসরে বরের বৈশাখী মেলা : ধানমÐি লেকের রবীন্দ্র সরে বরের মুক্তমঞ্চে বর্ষবরণ উপলক্ষে সারাদিন চলবে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালের দিকে নেচে গেয়ে বর্ষবরণ করে নেবে দেশের খ্যাতনামা নাচের স্কুলগুলোর ছোট্ট সোনামণিরা। ধানমÐি লেকজুড়েই থাকবে বেশাখী মেলা। আপনি ইচ্ছা করে লেকের পানিতে প্যাডেল নৌকাও চালাতে পারেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় : বর্ষবরণ করে নিতে প্রতিবারের ন্যায় এবারও বর্ণিল সাজে সাজবে ঢাকা বিশ্ববিদ্যালয়। কলাভবন, টিএসসি, শহীদ মিনার, চার”কলা ইন্সটিটিউটসহ সর্বত্রই বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলোর নানা আয়োজন। নাটক, কবিতা গানের মাধ্যমে বরণ করে নেয়া হবে নতুন বছরকে। সম্পঁর্ণ ক্যাম্পাস জুড়েই থাকবে বৈশাখী মেলার আমেজ। ভ্রাম্যমাণ দোকানগুলোতে বেলুনবাঁশি, মুখোশ, বিভিন্ন রকম খেলনা পাওয়া যায়। চার”কলার সামনেই বসে হরেক রকম চুড়ির হাট।
বৈশাখের আনন্দ উপভোগ করতে বৈশাখী সাজে ঘুরে আসতে পারেন বৈশাখী মেলায়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here