
ডেইলি গাজীপুর প্রতিবেদক : র্যাবের অভিযানে পূর্বাচল ৩০০ ফিট এলাকা হতে ০১ টি প্রাইভেটকার ও দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ০২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
গত ২মে রাতে র্যাব-১ এর একটি আভিযানিক দল সক্রিয় ডাকাত চক্রের সদস্যদেরকে গ্রেফতারের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পূর্বাচল উপশহরের ৩০০ ফিটস্থ ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে উক্ত ডাকাত দলের সক্রিয় সদস্য ১) মোঃ সুজন মিয়া (৩২), পিতা- মৃত হাশেম মিয়া, সাং- ইছাপুরা, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ ও ২) মোঃ রাসেল মিয়া (২৫), পিতা- মোঃ জলিল মিয়া, সাং- পূর্বাচল উপশহরস্থ পশি গোলচত্তর সংলগ্ন, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়নগঞ্জদ্বয়কে আটক করে।


উলেখ্য যে, গোপন সংবাদের ভিত্তিতে বর্ণিত সংঘবদ্ধ ডাকাত দলকে গ্রেফতারের উদ্দেশ্যে র্যাবের আভিযানিক দলটি পূর্ব হতেই ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় ওৎপেতে থাকে। এসময় পূর্বাচল উপশহরস্থ ৩০০ ফিট রোডের দক্ষিণে ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজ এর উত্তর-পশ্চিম দিকে রাস্তার উপর ডাকাতির প্রস্তুতির সময় র্যাব সদস্যরা ০১টি সাদা রংয়ের প্রাইভেটকার, ধারালো ০২টি চাপাতি, ০৩টি ছুরি ও ০১টি মোবাইল সেটসহ উপরে বর্ণিত সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় ০২ জন সদস্যকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, দীর্ঘদিন যাবৎ তাদের সংঘবদ্ধ ডাকাত দল পূর্বাচল উপশহরের ৩০০ ফিট রোড এলাকায় ডাকাতি করে আসছিল। তারা আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে রাত্রিকালীন ও দিনের বিভিন্ন সময় ডাকাতি কার্যক্রম চালিয়ে ৩০০ ফিট রোডে চলাচলরত মানুষকে হয়রানি করে আসছিল। মূলতঃ বর্ণিত ডাকাত চক্রের সদস্যরা তাদের ডাকাতির কাজে প্রাইভেটকার ক্ষেত্র বিশেষে সিএনজি ব্যবহার করে সাধারণ মানুষকে যাত্রী হিসেবে তুলে নিয়ে নির্জন এলাকায় পৌঁছালে পূর্ব হতেই উক্ত স্থানে লুকিয়ে থাকা তাদের চক্রের অপর সদস্যরা প্রাইভেটকার কিংবা সিএনজি’র গতিরোধ করে অভিনব কায়দায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি ও হুমকী প্রদানের মাধ্যমে ডাকাতি করে আসছিল। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ পূর্বাচল ৩০০ ফিট এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনা সমূহের দায় স্বীকার করে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।






