রাজধানীতে সাড়ে ৪৮ লাখ টাকার জালনোট সহ ৩জন আটক : বিভিন্ন সরঞ্জামাদী জব্দ

0
228
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর ভাষানটেক থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ ৩জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি (পশ্চিম) বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন- নুরুল হক সরদার (৩৬), মোঃ রুবেল (২৮) ও মোঃ জহিরুল ইসলাম ওরফে খোকন ওরফে বিশু (৩৭)। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪৮ লক্ষ ৫০ হাজার জাল টাকা ও জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ১টি অঈ অফধঢ়ঃবৎ, ২টি ক্যাবল, ১টি প্রিন্টার, ২ টি চার্জার, ১টি স্টিলের স্কেল, ১টি পেপার কাটার, ১০৭ পিস কাগজ, ১টি কাঠের তৈরি ফ্রেম ও ৬ টি কার্টিজ উদ্ধার করা হয়। আজ রোববার দুপুরে গ্রেফতারকৃত ৩জনকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে।
ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো: মাসুদুর রহমান আজ রোববার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ভাষানটেক থানাধীন ২৭ নং লালাসরাই বস্তির হাজী সোবহান রোড এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি (পশ্চিম) বিভাগের পল্লবী জোনাল টিম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য জাল নোট প্রস্তুতি করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতে তৈরি করেছিল। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে ভাষানটেক থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here