
এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর হাজারীবাগ শিকদার মেডিকেলের পাশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সুমন (২২) নামের এক যুবক নিহত হয়েছে। নিহতের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুই র্যাব সদস্য আহত হয়েছেন। র্যাবের দাবি, সুমন অস্ত্র ব্যবসায়ী।
আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে হাজারীবাগ শিকদার মেডিকেলের পাশে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
ডিএমপি’র হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) কাউছার আহমেদ আজ সোমবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ ভোরে খবর পাই শিকদার মেডিকেলের পাশে মেডি ডেন্টাল রোডে গুলিবিদ্ধ অবস্থায় একজন যুবক পড়ে আছে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে সোমবার সকাল ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই কাউছার আরও জানান, ভোরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা যায় সে। নিহতের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুই র্যাব সদস্য আহত হয়েছেন। পরে নিহত সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান এসআই কাউছার।






