
এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর তেজগাঁও থানার ফার্মগেট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত:জেলা ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। আটককৃতরা হলেন- ল্যাংটা সোলাইমান (৩৪), শুভ (১৯), খোরশেদ আলম (১৯), আলমগীর হোসেন (৩৬) ও আশিকুর রহমান ওরফে শিপন (২৬)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্বার করা হয়।
রোববার দিবাগত রাতে রাজধানীর ফার্মগেট আনন্দ সিনেমা হলের দক্ষিণ পাশের গলি থেকে র্যাব-২ এর একটি দল তাদের আটক করে।
এলিট ফোর্স র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক সোমবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগসহ মূল্যবান সামগ্রী ছিনতাই করে। রাতের বেলায় তারা একত্রিত হয়ে নির্দিষ্ট ফ্ল্যাট বা ফাঁকা বাড়িতে গ্রিল কেটে ও তালা ভেঙে ডাকাতি করতো তারা।
তিনি আরও বলেন, আটককৃতরা সকলে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা ঢাকার সুবিধাজনক স্থানে দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এব্যাপারে ডিএমপি’র তেজগাঁও থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।






