র‌্যাবের অভিযানে অপহরণের ২০ দিন পর পটুয়াখালী থেকে কিশোরী উদ্ধার

0
198
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: র‌্যাবের অভিযানে অপহরণের ২০ দিন পর পটুয়াখালী থেকে এক কিশোরীকে উদ্ধার করেছে।
র‌্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল সোমবার সকাল আনুমানিক ১০.০০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার সদর থানাধীন সবুজ বাগ এলাকায় অভিযান পরিচালনা করে আবদুল হাই বিদ্যানিকেতন স্কুলের ৮ম শ্রেনী পড়ুয়া ১৩ বছর বয়সী ০১ জন অপহৃত ছাত্রী কে উদ্ধার করে । ঘটনার বিবরনে জানা যায় যে উক্ত অপহৃত ভিকটিম গত ২০-০৮-২০১৯ ইং তারিখ সকাল আনুমানিক ০৯.৩০ ঘটিকার সময় নিজ বাড়ী হতে স্কুলে যাবার উদ্দেশ্য বের হলে পথিমধ্যে তার গৃহ শিক্ষক মোঃ মাসুদ রানা শুভ (২৬), পিতাঃ মোস্তফা হাওলাদার, সাং কচাবুনিয়া ২নং ব্রিজ, থানা পটুয়াখালী সদর, জেলা পটুয়াখালী ও তার সহযোগী মোছাঃ আকলিমা বেগম (৪৫), স্বামী ঃ মৃতঃ ফারুক মৃধা, সাং সবুজবাগ ১ম লেন, থানা পটুয়াখালী সদর, জেলা পটুয়াখালী। উক্ত ভিকটিম‘কে অপহরনপূর্বক অজ্ঞাত স্থানে আটকে রেখে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। ভিকটিমকে অনেক খোজাখুজির পর কোথাও না পেয়ে ভিকটিমের মা বাদী হয়ে গত ২১-০৮-২০১৯ ইং তারিখ পটুয়াখালী সদর থানায় একটি সাধারন ডায়রী করেন (পটুয়াখালী থানার জিডি নং ৮৮৬ তারিখ ২১-০৮-২০১৯ ইং) এবং অপহৃত ভিকটিম ্উদ্ধারে লিখিত ভাবে র‌্যাবের সহয়োগিতা কামনা করেন। এতদসংক্রান্তে র‌্যাব-৮, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল অদ্য ০৯-০৯-২০১৯ তারিখ সকাল আনুমানিক ১০.০০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার সদর থানাধীন সবুজবাগ ১ম লেনে অবস্থিত মনু ফকিরের বাড়ীর ভাড়াটিয়া মোছাঃ আকলিমা বেগম (৪৫), স্বামী ঃ মৃতঃ ফারুক মৃধা এর ভাড়া বাসার একটি কক্ষ হতে উক্ত অপহৃত ভিকটিম কে উদ্ধার করা হয়। এ সময় মূল অপহরনকারী মোঃ মাসুদ রানা শুভ (২৬) পিতাঃ মোস্তফা হাওলাদার কৌশলে পালিয়ে যায়। অপহরনের সহায়তা কারী মোছাঃ আকলিমা বেগম (৪৫) কে ঘটনাস্থল হতে হাতে নাতে আটক করা হয়। আটককৃত আসামী ও পলাতক আসামী দের বিরুদ্ধে ভিকটিমের মা বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরনপূর্বক ধর্ষনের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here