পাবনায় ১১ জুয়াড়ি গ্রেফতার

0
222
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : পাবনা সদর উপজেলার চর কোমলপুর এলাকায় অভিযান চালিয়ে তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে ১১ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।
এ বিষয়ে পুলিশ জানায়, শুক্রবার (৫ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাহিনীর সদস্যরা এই অভিযান পরিচালনা করে। অভিযানে সদর উপজেলার চর কোমলপুর পদ্মা কলেজ সংলগ্ন একটি পরিত্যক্ত হোটেলে তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে ১১ জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে ১২ হাজার ২৯০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, সদর উপজেলার চর গোবিন্দপুর এলাকার হাবিবের ছেলে খাজা (৪২), নফছার প্রামাণিকের ছেলে সাইফুল ইসলাম (৩৫), মৃত আজিত মণ্ডল (৪২), কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চর আড়িবাধা গ্রামের মোহাম্মদ প্রামাণিকের ছেলে জিয়ারুল প্রামাণিক (৩২), মৃত ওহাব প্রামাণিকের ছেলে ইসমাইল (৩৫), আহম্মদের ছেলে আজাদ মণ্ডল (৩৩), চর কোমরপুর গ্রামের সোবহানের ছেলে বকুল (২৮), মৃত লুৎফরের ছেলে হান্নান (৩৮), মৃত লোকমান মণ্ডলের ছেলে মামুন মণ্ডল (২৫), চর রাঁধাকান্তপুর গ্রামের মৃত আক্কাস প্রামাণিকের ছেলে মিরাজুল (৩০) ও মবেদ মণ্ডলের ছেলে রমজান মণ্ডল (৪০)।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here