
উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া ও বাগেরহাটের মোলাহাট জেলার দীর্ঘদিনের সীমানা সংক্রান্ত বিরোধের কারনে বন্ধ থাকা আঠারোবাকী নদী পুনঃখনন কাজ অবশেষে সকালে শুরু হয়েছে। সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন মহলের প্রচেস্টায় বিরোধ নিরসন ও সীমানা নির্ধারন প‚র্বক খননের এ কাজ শুরু হলো। ফলে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে অচিরেই অপার সম্ভাবনার দ্বার খুলতে চলেছে বাগেরহাট, খুলনা ও নড়াইলের সংশ্লিষ্ট বিস্তর এলাকার একাধিক বিলের জলাবদ্ধতা, পয়নিস্কাশন ও কৃষি জমিতে মিঠাপনি সেচ সুবিধার। এর প‚র্বে একাধিকবার দুই জেলা ও উপজেলার উচ্চ পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট এলাকাবাসীর সমন্বয়ে বৈঠক ও সব শেষে গত সোমবার দিনব্যপি প্রচেস্টায় সিমানা নির্ধারন সম্পন্ন করে কর্তৃপক্ষ। এবিষয়ে উপ-বিভাগীয় প্রকৌশলী (তেরখাদা পওর) জানান-মোলাহাট উপজেলার সিংগাতি মৌজা ও কালিয়া উপজেলার চাপাইল মৌজার সীমানার মধ্যে আঠারোবাকী নদীর জমির তিন কিলোমিটার অংশে মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিলো। বহু চেষ্টা করেও বিরোধ নিরসন করতে না পারায় নদীর ওই তিন কিলোমিটার অংশ খনন বন্ধ ছিলো প্রায় দুই বছরকাল। সংশ্লিস্ট কর্তৃপক্ষের বারংবার চেষ্টায় উক্ত বিরোধ নিরসনের পর সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত একটানা সীমানা নির্ধারন কাজ সম্পন্ন করা হয়। সে মোতাবেক মঙ্গলবার সকাল ৯টা থেকে নির্বিঘ্নে পুনঃখনন কাজ শুরু করা হয়েছে। তিনি আরো বালেন-এই তিন কিলোমিটার অংশ খনন সম্পন্ন হলেই মধ‚মতি নদীর সঙ্গে আঠারোবাকী নদীর সংযোগ হবে। যার ফলে পুনঃখননকৃত এ নদীতে বহমান থাকবে মিঠা পানি। এছাড়া বাগেরহাট-খুলনা ও নড়াইল জেলার সংশ্লিষ্ট এলাকার একাধিক বিলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন/পয়নিস্কাশনসহ বিস্তির্ন কৃষি জমির সেচ সুবিধা সৃস্টি হবে। পুনঃখনন খনন শুরুর আগের দিন সোমবার উক্ত সীমানা নির্ধারনকালে উপস্থিত ছিলেন খুলনা পওর বিভাগ-১ এর বিভাগীয় প্রকৌশলী, মোলাহাট উপজেলা চেয়ারম্যান, মোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোলাহাট উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি), এএসপি, উপজেলা ভাইস চেয়ারম্যান, থানা ওসি, আ’লীগ নেতা সহ সংশ্লিস্ট কর্মকর্তা প্রম‚খ।






